মুম্বাই এ ভেঙে পড়ল CST রেলস্টেশনের সংযোগকারী ফুট ওভারব্রিজ, মৃত হল ৬ জনের

বাংলার খবর | বেস্ট কলকাতা নিউজ

বেস্ট কলকাতা নিউজ : মুম্বইয়ে ভেঙে পড়ল ছত্রপতি শিবাজি মহারাজ টার্মিনাস (CST) রেলস্টেশনের সংযোগকারী ফুট ওভারব্রিজ । এই ঘটনায় মৃত্য হয়েছে ছয়জনের। কমপক্ষে ৩৪ জন আহত হয়েছেন এই ঘটনায় । আহতদের নিয়ে যাওয়া হয়েছে হাসপাতালে। ঘটনাস্থানে পৌঁছেছে পুলিশ। কয়েকজন ধ্বংসস্তূপের নিচে এখনও চাপা পড়ে রয়েছেন বলে আশঙ্কা প্রকাশ করা হচ্ছে। চলছে উদ্ধারকাজ ও ।প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি ও মহারাষ্ট্রের মুখ্যমন্ত্রী দেবেন্দ্র ফড়নবীশ এই ঘটনায় শোকপ্রকাশ করেছেন। মৃতদের পরিবারকে সমবেদনা জানিয়ে টুইট করেছেন প্রধানমন্ত্রী। মহারাষ্ট্রের মুখ্যমন্ত্রী ইতিমধ্যে নিহতদের পরিবারকে ৫ লাখ টাকা ও আহতদের ৫০ হাজার টাকা করে ক্ষতিপূরণ দেওয়ার ঘোষণা করেছেন। আহতদের চিকিৎসার সমস্ত ব্যয়ভারও সরকার বহন করবে বলে জানানো হয়েছে । তিনি এও বলেন যে , “ঘটনা সম্পূর্ণ ভাবে খতিয়ে দেখতে উচ্চপর্যায়ের তদন্তের নির্দেশ দেওয়া হয়েছে।”

মুম্বই পুলিশসূত্রে জানানো হয়েছে , আহতদের উদ্ধার করে সেন্ট জর্জ হাসপাতালে ভরতি করা হয়েছে। এর মধ্যে আশঙ্কাজনক ছিল ২ জনের অবস্থা । পরে হাসপাতালে তাঁদের মৃত বলে ঘোষণা করা হয়। পরে আরও তিনজনের মৃত্যু হয়।মুম্বই পুলিশ জানিয়েছে, সন্ধ্যায় CST রেলস্টেশনের ১ নম্বর প্ল্যাটফর্মের সাথে BT লেনের সংযেগকারী ফুট ওভারব্রিজটি ভেঙে পড়ে এই বিপত্তি ঘটে। প্রতক্ষ্যদর্শীরা জানিয়েছেন, মেরামতির কাজ চলছিল ফুট ওভারব্রিজটির। তা সত্ত্বেও যাতায়াত করছিল যাত্রীরা। গতবছরের জুলাইয়ে অন্ধেরিতে রেলব্রিজ ভেঙে পড়েছিল। তারপর ৪৪৫টি ওভারব্রিজের অডিট করা হয়। তার মধ্যে অবশ্য এই ফুট ওভারব্রিজ ছিল না।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *