মুরগি থেকেই কি ছড়াচ্ছে লেপ্টোস্পাইরার প্রাদুর্ভাব, উত্তর খুঁজছে জেলা স্বাস্থ্য় দফতর
বেস্ট কলকাতা নিউজ : লেপ্টোস্পাইরা রোগের প্রাদুর্ভাব হয়েছে জলপাইগুড়ির সন্ন্যাসীকাটা গ্রাম পঞ্চায়েতের চেকরমারি গ্রাম-সহ সংলগ্ন এলাকায় ৷ রাজগঞ্জ ব্লকের ওই এলাকার প্রায় শতাধিক মানুষ এই রোগে আক্রান্ত ৷ কিন্তু কীভাবে এই রোগ ছড়াচ্ছে, তা নিয়ে চিন্তায় স্বাস্থ্য দফতর ৷ স্থানীয়দের দাবি, মুরগি থেকেই ছড়াচ্ছে এই রোগ ৷ যদিও প্রশাসন এই নিয়ে এখনও দ্বিধায় ৷ প্রশাসন ও স্থানীয় সূত্রে জানা গিয়েছে, একাধিক উপসর্গ নিয়ে গত কয়েক সপ্তাহ ধরে রোগীরা রাজগঞ্জের প্রাথমিক স্বাস্থ্য কেন্দ্রে আসছিলেন । ওই রোগীদের অধিকাংশই রাজগঞ্জ ব্লকের সন্ন্যাসীকাটা গ্রাম পঞ্চায়েতের বেশ কয়েকটি গ্রামের বাসিন্দা । আক্রান্ত রোগীদের রক্তের নমুনা পরীক্ষা করা হয় ৷ সেই পরীক্ষার ফলাফলে দেখা যায় যে মূলত হেপাটাইটিস এ, লেপ্টোস্পাইরা রোগে আক্রান্ত হয়েছেন ওই রোগীরা ৷

স্বাস্থ্য দফতর সূত্রে জানা গিয়েছে, ইঁদুর ও গবাদি পশু থেকে ল্যাপটোস্পাইরা এবং জল থেকে হেপাটাইটিস এ ও হেপাটাইটিস ই রোগ ছড়ায় । ফলে কী কারণে এক্ষেত্রে রোগের প্রাদুর্ভাব হয়েছে, তা নিয়ে ধন্দে রয়েছে প্রশাসন ৷ এই নিয়ে ইতিমধ্যে সমীক্ষা শুরু করেছেন প্রাণীসম্পদ বিকাশ বিভাগের কর্মীরা ৷ পাশাপাশি স্বাস্থ্য দফতরও জলের নমুনা পরীক্ষা করে দেখছে ৷ প্রাথমিক পর্যবেক্ষণ রিপোর্টে উঠে এসেছে দূষিত জলের বিষয়টি ৷ জলপাইগুড়ির মুখ্য স্বাস্থ্য আধিকারিক ড. অসীম হালদার বলেন, ‘‘আমরা এলাকায় ক্যাম্প করে ১৮৪ জনের রক্তের নমুনা নিয়েছি । কী কারণে এই রোগ ছড়াচ্ছে, সেটা আমরা খতিয়ে দেখছি ৷ সমস্ত দফতর তাদের মতো করে দেখছে । কোনও প্রাণী থেকে নাকি জলের থেকে এই রোগ ছড়াচ্ছে, সেটা খতিয়ে দেখা হচ্ছে । যাঁরা ভর্তি আছেন, তাঁরা সুস্থই আছে ।’’