হাতে প্রচুর টাকা আসে এই গাছ বাড়িতে রাখলে , প্রচলিত আছে এমনই এক বিশ্বাস

বাংলার খবর | বেস্ট কলকাতা নিউজ

বেস্ট কলকাতা নিউজ : যতই বলা হোক না কেন ‘টাকা মাটি, মাটি টাকা’! সাধারণ মানুষের দিন রাত এক করা পরিশ্রম মূলত টাকার উপার্জনের জন্যই। বাস্তবে মনে করা হয় টাকা ছাড়া কোনও কিছুই সম্ভব নয় বলেই। মতভেদ থাকলেও এমনটাই বিশ্বাস করেন অধিকাংশ মানুষই।কিন্তু আপনি জানেন কী এখন ‘টাকার গাছ লাগাতে পারেন নিজের বাড়িতেই’। না কোনও অবাস্তবিক ব্যাপার নয় । এই গাছে ফলের মতো টাকাও বেরয়ে না। কিন্তু এই গাছ যত্ন সহকারে বাড়িতে রাখলে হাতে আসবে নাকি অফুরন্ত টাকা। এই গাছের নাম ক্র্যাসুল্লা।

এই গাছের পাতা স্থূল , চকচকে এবং মসৃণ। সবুজের শেডে গাছটি। বাদামী রঙের হয়ে যায় গাছটাকে কয়েকদিন রাখার পরই। খুব বেশি পরিচর্যার প্রয়োজন পড়ে না এমনকি এই গাছটি নিজের বাগানে রাখতেও। কিন্তু এই গাছটি তরতর করে বড় হতে থাক একটু বড় টবে রোপন করলে। এই গাছ আরো তাড়াতাড়ি বাড়ে সুর্যের আলো পড়লে। তবে হিতে বিপরীত হতে পারে বেশি জল দিলে। বরং একবার জল দেওয়ার পর মাটি শুকোলে তবেই আবার জল দিন গাছটিতে। চিনের এক ধর্মগুরুর মতে ঘরে ঢোকার সময় ডানদিকে লাগানো উচিত এই চারা গাছ। মানসিক ও শারিরিক দুই ভাবেই শক্তিশালী করে এই ক্র্যাসুল্লা গাছ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *