মেট্রো স্টেশনের একাংশ ভেঙে পড়ল ব্যস্ত সময়ে ! মৃত্যু ১ জনের , আহত আরোও আরো ৪
বেস্ট কলকাতা নিউজ : ভেঙে পড়ল দিল্লির একটি মেট্রো স্টেশনের একাংশ। দিল্লি মেট্রোর পিঙ্ক লাইনের গোকুলপুরী মেট্রো স্টেশনের একাংশ শুক্রবার সকাল ১১টা নাগাদ ভেঙে পড়ে। ওই মেট্রো স্টেশনের একটি দেওয়াল ভেঙে পড়েছে বলে জানা গিয়েছে দিল্লি পুলিশ সূত্রে। এই ঘটনায় ভগ্নস্তূপে চাপা পড়ে এক ব্যক্তির মৃত্যু হয়েছে বলে জানা গিয়েছে। মৃত ব্যক্তির নাম বিনোদ কুমার (৫৩)। তিনি কারাওয়াল নগরের বাসিন্দা। এই ঘটনায় আরও চার জন আহত হয়েছেন। তাঁরা সকলেই হাসপাতালে চিকিৎসাধীন বলে জানিয়েছে পুলিশ। মেট্রো স্টেশনের একাংশ ভেঙে পড়ার ঘটনায় চারটি বাইক ধ্বংসস্তূপের তলায় চাপা পড়েছে বলে জানা গিয়েছে।
সকালের ব্যস্ত সময়ে মেট্রো স্টেশনের একাংশ ভেঙে পড়ে ব্যাপক চাঞ্চল্য তৈরি হয়েছে গোকুলপুরী এলাকায়। আহতদের মধ্যে এক জনের অবস্থা গুরুতর। বাকি তিনজন আহত হাসপাতালে চিকিৎসাধীন। এই ঘটনার পর এক ম্যানেজার এবং এক জুনিয়র ইঞ্জিনিয়ারকে সাসপেন্ড করেছে দিল্লি মেট্রো রেল কর্পোরেশন (ডিএমআরসি)।