মেডিকা হাসপাতাল ৩ লক্ষ ৬০ হাজার টাকা বিল কমাল স্বাস্থ্য কমিশনের হস্তক্ষেপের পর
বেস্ট কলকাতা নিউজ : মেডিকা সুপার স্পেশালিটি হাসপাতাল ৩ লক্ষ ৬০ হাজার টাকা বিল কমাল স্বাস্থ্য কমিশনের হস্তক্ষেপের পর৷ বুধবার কমিশনের মেসেজ যাওয়ার পরই বেসরকারি হাসপাতাল রিভিউ করে জানিয়ে দেয়, সাড়ে তিন লাখ টাকার বেশি কমাানো হয়েছে মোট বিল থেকে৷ অভিযোগ,করোনা আক্রান্ত এক চিকিৎসকের মৃত্যুর পর মেডিকা সুপার স্পেশালিটি হাসপাতাল প্রায় ১৯ লাখ টাকার বিল করেছিল৷ এই ঘটানায় নিন্দার ঝড় উঠেছিল এমনকি সোশ্যাল মিডিয়াতেও৷ বুধবার টেক্সট মেসেজ করে বিল রিভিউ করার নির্দেশ দেন রাজ্যের স্বাস্থ্য কমিশনের চেয়ারম্যান অসীম বন্দোপাধ্যায়৷
মেডিকা সুপার স্পেশালিটি হাসপাতালের তথ্য অনুযায়ী, মোট ১৮ লক্ষ ৩৪ হাজার ৯৫২ টাকার বিল হয় শ্যামনগরের চিকিৎসক প্রদীপ ভট্টাচার্যের করোনা চিকিৎসায়। এর মধ্যে ওষুধের বিল গিয়ে দাঁড়ায় ৬ লক্ষ ৯০ হাজার টাকায়৷ তার মধ্যে দিয়েছে ৩ লক্ষ টাকা দিয়েছে বিমা কোম্পানি (টিপিএ)৷ হাসপাতালকে ১১ লক্ষ ৭৫ হাজার টাকা দেওয়া হয় চিকিৎসকের পরিবারের তরফ থেকে৷ সেই মোট বিল থেকে এবার ৩ লক্ষ ৬০ হাজার টাকা বাদ দেওয়া হচ্ছে বলে জানিয়েছে মেডিকা হাসপাতাল কর্তৃপক্ষ৷