মেডিসিন দোকানের আড়ালে অবৈধ কাফ সিরাপের রমরমা ব্যবসা, ৮৪ কার্টুন অবৈধ কাপ সিরাপ উদ্ধার হল পুলিশের অভিযানে

বাংলার খবর | বেস্ট কলকাতা নিউজ

রাজগঞ্জ : মেডিসিন দোকানের আড়ালে চলতো অবৈধ কাফ সিরাপের রমরমা ব্যবসা, পুলিশের অভিযানে উদ্ধার ৮৪ কার্টুন অবৈধ কাপ সিরাপ। ঘটনা ঘিরে ব্যাপক চাঞ্চল্য রাজগঞ্জের ভুকটির হাটে। কিভাবে এতগুলো প্যাকেট কাফ সিরাপ একই জায়গা থাকলো সেটা নিয়ে চাঞ্চল্য দেখা দেয় ।এদিকে অনেকেই অভিযোগ করেন বেশিরভাগ ওষুধের দোকানের আড়ালে চলতে থাকে এই বেআইনি রমরমা ব্যবসা। কেউ টের পাননা আর টের পেলেও বলতে চান না। অবশেষে এদিন রাত্রে পুলিশ যখন হানা দেয়, তখন দোকানের মালিক প্রথমে মেনে নিতে চাননি। পরে পুলিশ জোরজবস্তি করলে তারা সবকিছু বলতে বাধ্য হয়, এমনকি স্বীকার করে নেন এই অবৈধ কাফ সিরাপের রমরমা ব্যবসার প্রসঙ্গও।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *