পুরুলিয়ায় ফের চাঞ্চল্য মাওবাদী পোস্টার ঘিরে ,বিজেপির অন্তর্দ্বন্দ্বের ইঙ্গিত রয়েছে নেপথ্যে

বাংলার খবর | বেস্ট কলকাতা নিউজ

বেস্ট কলকাতা নিউজ : বেড়াদার পর এবার বরাবাজার। ফের পুরুলিয়ায় চাঞ্চল্য ছড়াল মাওবাদী নামাঙ্কিত পোস্টার ঘিরে। পোস্টারে কড়া বার্তা দেওয়া হয়েছে বিজেপি-তৃণমূলের আঁতাঁতের বিরুদ্ধেও। স্থানীয় রাজনৈতিক মহল বড়সড় রাজনৈতিক কারণ দেখছেন এর নেপথ্যে। অনেকে গন্ধও পাচ্ছেন এমনকি বিজেপির অন্তর্ন্দ্বন্দ্বেরও। ইতিমধ্যে রাজনৈতিক চাপানউতোর শুরু হয়ে গিয়েছে এই পোস্টার নিয়ে। তবে কে বা কারা এই পোস্টার দিল,পুলিশ তার তদন্তে নেমেছে।

এদিকে রাজনৈতিক তরজা শুরু হয়েছে মাওবাদীদের নাম করে শুক্রবার সকালেই বরাবাজারের ধেলাত্‍বামু গ্রাম পঞ্চায়েতে পোস্টার উদ্ধার ঘিরে। এর প্রেক্ষাপট সম্পূর্ণ রাজনৈতিক বলে খবর। এই মুহূর্তে বরাবাজারে ধেলাত্‍বামু গ্রাম পঞ্চায়েতের প্রধান একজন নির্দল সদস্য – বিন্দুমতী মাহাতো। গত পঞ্চায়েত নির্বাচনে এখানকার ১০টি আসনের মধ্যে ৪টি তৃণমূল, ৪টি বিজেপি এবং ২টি নির্দলের দখলে এসেছিল। পরে বিজেপি পঞ্চায়েত বোর্ড গঠন করে নির্দলের সমর্থন নিয়ে। বিডিও মাসুদ রায়হান জানিয়েছেন, ‘বৃহস্পতিবার ধেলাত্‍বামু গ্রাম পঞ্চায়েতের প্রধানের বিরুদ্ধে ৬ জন অনাস্থা এনেছেন।মাওবাদীদের নামে হুমকি পোস্টার পরে বিডিও-র কাছে অনাস্থা জমা পড়ার ‘২৪ ঘণ্টার মধ্যেই। এ নিয়েই প্রকট হয়ে উঠছে অন্তর্দ্বন্দ্বও।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *