মেদিনীপুরের চিকিৎসক অনুপম নায়েক পেলেন ইন্দো-বাংলা ইন্টারন্যাশনাল ফ্রেন্ডশিপ পুরষ্কার
বেস্ট কলকাতা নিউজ : ইন্দো-বাংলা ইন্টারন্যাশনাল ফ্রেন্ডশিপ অ্যাওয়ার্ডের অনুষ্ঠান মূলত বারবার পিছিয়ে গিয়েছে মহামারী করোনা ভাইরাসের কারণে। সম্প্রতি বাংলাদেশের স্বাধীনতার ৫০ বছর পূর্তি উপলক্ষ এবং ইন্টারন্যাশনাল ফ্রেন্ডশিপ পুরষ্কার বিতরণ ও সাংস্কৃতিক সম্মেলন অনুষ্ঠিত হয় পশ্চিমবঙ্গের পূর্ব মেদিনীপুরের সৈকত শহর দিঘায়। এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন কেন্দ্রীয় সরকারের আয়ুষ মন্ত্রণালয়ের প্রাক্তন সদস্য চিকিৎসক দিনেশ উপাধ্যায়, ওয়ার্ল্ড বুক অফ স্টার রেকর্ডস-এর পরিচালক ডাঃ রাজীব পাল, এবং ওয়ার্ল্ড বুক অফ স্টার রেকর্ডসের গায়ক ও ব্র্যান্ড অ্যাম্বাসডর সন্তাশ্রী ভট্টাচার্য।
এছাড়াও উপস্থিত ছিলেন পশ্চিম মেদিনীপুরের বিশিষ্ট চিকিৎসক ডাঃ অনুপম নায়েক, জাতিসংঘ বিশ্ব শান্তি সমিতির সদস্য রতন কুমার দাস। এমনকি উপস্থিত ছিলেন বাংলাদেশের প্রতিনিধি সহ বিশিষ্ট ব্যক্তিবর্গ।এই অনুষ্ঠানে ইন্দো-বাংলা ইন্টারন্যাশনাল ফ্রেন্ডশিপ অ্যাওয়ার্ড ২০২১ দেওয়া হয় ভারত ও বাংলাদেশের ৭২ জন বিশিষ্ট এবং সম্মানিত ব্যক্তিকে ।তাদের মধ্যে বিশেষ উল্লেখযোগ্য ছিল পশ্চিম মেদিনীপুরের চিকিৎসক ডাঃ অনুপম নায়েক।