মেধাবী ছাত্র মনোজিৎকে সাহায্য শিলিগুড়ির মেয়রের , পাশে আছি এমনটাই জানালেন তিনি

বাংলার খবর | বেস্ট কলকাতা নিউজ

শিলিগুড়ি : শিলিগুড়ির বরদাকান্ত বিদ্যাপীঠ (উঃ মাঃ)-এর ছাত্র ও ৩৮ নম্বর ওয়ার্ডের সুকান্ত নগরের বাসিন্দা মনোজিৎ দাস জয়েন্ট এন্ট্রান্স (জেইই মেইন) পরীক্ষায় সর্বভারতীয় স্তরে ১৪,৫৭৮তম এবং এসসি ক্যাটাগরিতে ৩৪২তম স্থান অধিকার করেছে। মনোজিৎ দাস তার এই অসাধারণ সাফল্যের ফলস্বরূপ অধ্যয়নের সুযোগ পেয়েছে তেলেঙ্গানার ন্যাশনাল ইনস্টিটিউট অফ টেকনোলজি (NIT), ওয়ারাঙ্গলে কম্পিউটার সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং বিভাগে । এদিন মেয়র জানান ওর উচ্চশিক্ষার পথকে কিছুটা মসৃণ করতে, ইতিমধ্যেই শিলিগুড়ি পুরনিগমের ‘মেয়র অ্যাসিস্ট্যান্স ফান্ড’ থেকে ২০,০০০ টাকা আর্থিক সমর্থন ওর হাতে তুলে দিলাম। যদিও এটা সামান্য তবুও আজ, আমি ব্যক্তিগতভাবে আরও ২০,০০০ টাকার আর্থিক সমর্থন ওর হাতে তুলে দিলাম।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *