মোখা আসছে চলেছে এই রাজ্যে? সম্ভাব্য ঘূর্ণিঝড় মোখা নিয়ে রাজ্যবাসীকে আশ্বস্ত করলেন মুখ্যমন্ত্রী
বেস্ট কলকাতা নিউজ : সোমবার নবান্নে এক সাংবাদিক সম্মেলন করেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। এমনকি শুরুতেই তিনি রাজ্যবাসীকে আশ্বস্ত করেন সম্ভাব্য ঘূর্ণিঝড় মোখা নিয়ে । তিনি এও বলেন, মোখা একটা লো প্রেশার আছে। ভয় পাওয়ার কিছু নেই। সরকার থেকে সব নজর রাখছে।
মুখ্যমন্ত্রী জানান মোকা যেটা আসছে, মোচা বলে, কেউ আবার মোকাও বলছে। এটা একটা লো প্রেশার। ভয় বা আতঙ্কের কোনও কারণ নেই। সরকার নজর রাখছে। আগের সাইক্লোনগুলো আমরা সামলেছি। একটা নিম্নচাপ ইতিমধ্যেই তৈরি হয়েছে। দক্ষিণে আন্দামান সাগরে আজ সকাল ৮টা ৩০-এ একটা নিম্নচাপ তৈরি হয়েছে। যেহেতু আন্দামান বাংলার পাশেই, তাই একটু ঝড়বৃষ্টি হতে পারে ৯-১০ তারিখ। এখনও অবধি যা পূর্বাভাস পাওয়া গেছে ।
তিনি আরও বলেন, ১০ মে কিছুটা সাইক্লোনিক স্টর্ম আসবে। যদি সেরকম কোনও পরিস্থিতি হয় আগে থেকে আমরা উদ্ধার করার চেষ্টা করব বিশেষ করে সুন্দরবন, দিঘা, নদীমাতৃক, উপকূলবর্তী যে এলাকা, সেখান থেকে । আমরা সবটা নজরে রেখেছি। তারপর এটা বাংলাদেশ হয়ে মায়ানমারে চলে যাবে।