যথেষ্ট নয় টিকার দুটি ডোজও! কোভিডবিধি মেনে চলতে হবে সম্পূর্ণভাবে, চাঞ্চল্যকর তথ্য উঠে এলো এক সমীক্ষায়
বেস্ট কলকাতা নিউজ : যথেষ্ট নয় টিকার দুটি ডোজও! এমনকি করোনা বিধি মেনে চলা আবশ্যক সংক্রমণের হাত থেকে বাঁচতে গেলে। এমনি এক চাঞ্চল্যকর তথ্য উঠে এল কলকাতার এম আর বাঙুর হাসপাতালের সমীক্ষায়।
রাজ্য সরকার এবছর দুর্গাপুজো অনুমতি দিয়েছিল কোভিড বিধি মেনে। মণ্ডপে মণ্ডপে মানুষের ঢল নেমেছিল। কিন্তু ফের করোনা সংক্রমণ বাড়তে শুরু করে পুজোর পরই। পরিস্থিতি এমন জায়গায় পৌঁছয় যে, দুর্গাপুজোর পর কালীপুজোর মণ্ডপে দর্শনার্থীদের প্রবেশে নিষেধাজ্ঞা জারি করে হাইকোর্ট। সেই নিষেধাজ্ঞা বলবৎ ছিল জগদ্ধাত্রী পুজো, এমনকী কার্তিক পুজোতেও। আদালতের স্পষ্ট নির্দেশ ছিল, অবাধে মণ্ডপে প্রবেশ করা যাবে না ভ্যাকসিনের দুটি ডোজ নেওয়া থাকলেও। স্রেফ টিকাকরণই যথেষ্ট নয়, এমনকি বিশেষজ্ঞরাও পরামর্শ দিয়েছিলেন মাস্ক ব্যবহার, শারীরিক দূরত্ব বজায় রাখার মতো কোভিড বিধি মেনে চলার । এবার হাতেগরম তারই প্রমাণ মিলল সমীক্ষায়।