এবার ওমিক্রণের হদিস ভারতেও, ক্রমশই ফের বাড়ছে উদ্বেগ

বাংলার খবর | বেস্ট কলকাতা নিউজ

বেস্ট কলকাতা নিউজ : করোনা ভাইরাসের নতুন ভ্যারিয়েন্ট ওমিক্রণ আক্রান্তের খোঁজ মিলেছে পৃথিবীর ২৯ দেশের ৩৭৩ জনের শরীরে। এবার ভারতেরও নাম উঠলো সেই তালিকায়। এ দিন কেন্দ্রীয় সরকারের তরফেই জানানো হয়েছে ওমিক্রন ভ্যারিয়েন্টে আক্রান্ত দু’ জনের খোঁজ মিলেছে বলেও৷ কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রকের যুগ্ম সচিব লভ আগরওয়াল জানিয়েছেন, দুইজন আক্রান্তের খোঁজ মিলেছে কর্ণাটকেই৷ জানা গেছে ওমিক্রনে আক্রান্ত দু’ জনেই পুরুষ৷ তাঁদের মধ্যে একজনের বয়স ৬৬ বছর এবং অন্যজনের ৪৬৷ তবে জানা গেছে আক্রান্ত দু’ জনেই বিদেশি বলেই৷ তাঁরা বেঙ্গালুরুতে পৌঁছন যথাক্রমে গত ১১ এবং ২০ নভেম্বর৷

এদিকে করোনার নতুন ভ্যারিয়েন্ট ওমিক্রনকে অত্যন্ত ঝুঁকিপূর্ণ বলে চিহ্নিত করে বিশ্ব স্বাস্থ্য সংস্থা ইতিমধ্যেই সতর্ক করেছে৷ ভারতে ওমিক্রনকে রুখতে ইতিমধ্যেই কড়া নজরদারির ব্যবস্থা করেছিল কেন্দ্রীয় সরকার৷ কিন্তু ওমিক্রনের হানা রোখা গেল না তার পরেও৷তবে ওমিক্রন ভারতে ঢুকে পড়লেও কেন্দ্রীয় স্বাস্থ্য সচিব মানুষকে আতঙ্কিত না হয়ে দায়িত্বশীল হওয়ার আবেদন করেছেন৷

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *