যাদবপুর বিশ্ববিদ্যালয়ে ৭০টি সিসি ক্যামেরা বসানোর জন্য মিলল ৬৯ লক্ষ টাকার অনুমোদন,ক্যাম্পাস এবং হস্টেলে আসছে চলেছে বিশেষ সুরক্ষার আওতায়
বেস্ট কলকাতা নিউজ : যাদবপুর বিশ্ববিদ্যালয়ে ৭০টি সিসি ক্যামেরা বসানোর জন্য ৬৯ লক্ষ টাকার অনুমোদন মিলল অর্থ দপ্তর থেকে। বিভিন্ন ক্যাম্পাস এবং হস্টেলে বসবে ক্যামেরাগুলি। তবে, ৩২ জন নিরাপত্তারক্ষীর জন্য মাসিক প্রায় ৭.১ লক্ষ টাকার প্রস্তাবটি এখনও ঝুলে রয়েছে। সূত্রের খবর, সেটি উচ্চশিক্ষা দপ্তর থেকে অর্থদপ্তরে পাঠানোই হয়নি। এ নিয়ে কিছুটা বিতর্ক তৈরি হয়েছে। অর্থদপ্তরের এক আধিকারিকের দাবি, ওই প্রস্তাব এলেও তা ছেড়ে দেওয়া হবে। আদালতের নির্দেশে সিসি ক্যামেরা বসানো এবং নিরাপত্তারক্ষী বাড়ানোর নির্দেশ মানতে বাধ্য রাজ্য সরকার।
