যারা যোগ্য ভোটার চিন্তা করবেন না কেউ বাদ যাবে না, এমনটাই জানালেন তৃণমূল নেত্রী পাপিয়া ঘোষ
নিজস্ব সংবাদদাতা : যোগ্য ভোটার যারা অযথা চিন্তা করবেন না। আপনাদের কেউ বাদ পড়বেন না। বিএল এ ওয়ান পাপিয়া ঘোষ ঠিক এই ভাবেই আশ্বস্ত করলেন শহর শিলিগুড়ি বাসিকে। এদিন তিনি জানান অনেকেই দেখলাম দুশ্চিন্তা করছেন, কিভাবে কি হবে ? আমরা বাদ পড়ে যাব না তো? আমরা সমস্ত সুযোগ সুবিধা থেকে বঞ্চিত হব না তো? আমি বলছি ভয় করবেন না কোন চিন্তা নেই। আমাদের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় যতদিন এই রাজ্যে মানুষের দায়িত্ব নিয়েছেন কোন ভয় নেই । সবাই অযথা টেনশন করবেন না, প্রত্যেকেই প্রত্যেকের যোগ্য নথি হাতে পেয়ে যাবেন।

বি এল এ ওয়ান পাপিয়া ঘোষ এদিন জানান আমি নিজে দায়িত্বে আছি আসল ব্যাপারটা কি হচ্ছে তা নিয়ে। বিজেপি ভোটারদের ক্রমশ ভয় দেখাচ্ছে, তাদের নানাভাবে ঘুরিয়ে ফিরিয়ে কথা বলছে, যে কারণে তারা ভয় পেয়ে যাচ্ছে। আমি বলছি কোন ভয় নেই, প্রত্যেকে প্রত্যেকের আবেদন পত্র সঠিকভাবে পূরণ করে জমা দিন কারো কিছু হবে না। আমি নিজে দায়িত্ব নিয়ে বলছি।
পাপিয়া ঘোষ আরো জানান আমার কাজ এবং আমার দায়িত্ব আমি বেশ ভালোভাবে জানি, কাজেই আমি যতটা পারি ভোটারদের এবং মানুষকে বোঝাতে চেষ্টা করে যাচ্ছি। সবাই নিশ্চিন্তে নির্ভয়ে থাকুন মুখ্যমন্ত্রী আপনাদের পাশে থাকবে। এমনকি আমরা মানুষ হয়ে মানুষের পাশেই থাকবো, এমনটাই জানালেন পাপিয়া ঘোষ। তিনি এও বলেন আমি নিজে সারা দিন, কাজ করে চলেছি মানুষকে বোঝাতে চেষ্টা করছি, অনেক জায়গায় সফল হয়েছে আমার কাজ, আর এভাবেই আগামী দিন আমি এগিয়ে যেতে চাই।

