যেখানে সেরা ডিল পাবে, সেখান থেকেই তেল কিনবে ভারত ’, স্পষ্ট জানালো রাশিয়ায় নিযুক্ত ভারতীয় রাষ্ট্রদূত
বেস্ট কলকাতা নিউজ : ভারত কার থেকে তেল কিনবে, তা আমেরিকা বা অন্য দেশ ঠিক করে দেবে না। যেখান থেকে ভারত সেরা ডিল পাবে, সেখান থেকেই ভারতীয় কোম্পানিগুলি তেল কিনবে। এ কথা সাফ জানিয়ে দিলেন রাশিয়ায় ভারতের প্রতিনিধি বিনয় কুমার। জাতীয় স্বার্থ রক্ষা করতে প্রয়োজনীয় পদক্ষেপ করবে নয়া দিল্লি, এই আশ্বাসও দেন তিনি। রাশিয়ার সরকারি সংবাদমাধ্যম TASS নিউজ এজেন্সিকে দেওয়া সাক্ষাৎকারে ভারতের রাষ্ট্রদূত বিনয় কুমার বলেন যে ১৪০ কোটি মানুষের স্বার্থে এনার্জি সিকিউরিটি নিশ্চিত করাই নয়া দিল্লির কাছে সবথেকে গুরুত্বপূর্ণ।

ইউক্রেন যুদ্ধের সময়ও ভারত রাশিয়ার থেকে তেল কিনেছে, এই নিয়ে আপত্তি তুলেই আমেরিকা ভারতের উপরে শুল্ক ২৫ শতাংশ থেকে বাড়িয়ে ৫০ শতাংশ করে দিয়েছে। আমেরিকার দাবি, ভারতের কেনা এই তেলের টাকায় রাশিয়া ইউক্রেনের যুদ্ধে বিনিয়োগ করেছে। ট্রাম্পের এই যুক্তি মানতে নারাজ ভারত। এই সিদ্ধান্তের তীব্র বিরোধিতা করেছে কেন্দ্র। দিন কয়েক আগে বিদেশমন্ত্রী এস জয়শঙ্করও আমেরিকার এই শুল্ক চাপানোর প্রসঙ্গে বলেন, “যদি ভারত থেকে তেল বা অন্য রিফাইনড পণ্য কিনতে সমস্যা থাকে, তাহলে কিনবেন না। কেউ জোর করেনি। ইউরোপ কেনে, আমেরিকা কেনে, তাই যদি পছন্দ না হয়, তাহলে কিনবেন না।”
প্রাতিষ্ঠানিক বাণিজ্যের ভিত্তিতে দেশের বাণিজ্য হয়, এ কথার উপরে জোর দিয়ে বিনয় কুমার বলেন, “ভারতীয় কোম্পানিগুলি সেখান থেকেই তেল কিনবে, যেখান থেকে তারা সেরা ডিল পাবে। সেটাই এখন বর্তমান পরিস্থিতি। আমরা বারবার স্পষ্ট করেছি যে দেশের ১৪০ কোটি মানুষের শক্তির সুরক্ষা নিশ্চিত করার আমাদের লক্ষ্য। বাকি অন্যান্য দেশের মতো রাশিয়ার সঙ্গে ভারতের অংশীদারিত্ব বিশ্ববাজারে, তেলের বাজারে স্থিতিশীলতা আনতে সাহায্য করছে। আমেরিকা নিজে এবং ইউরোপ সহ বহু দেশই বাণিজ্য করছে রাশিয়ার সঙ্গে।” তিনি জানান, ভারত ও রাশিয়া মিলিত স্বার্থেই বাণিজ্য করছে। আমেরিকার শুল্ক চাপানোর পরও ভারত রাশিয়ার থেকে তেল কিনছে বলেই খবর। যদিও ট্রাম্পের দাবি, তারা শুল্ক দ্বিগুণ করার পর ভারত বাণিজ্য বন্ধ করে দিয়েছে। রাশিয়ার অর্থনীতি ধাক্কা খাচ্ছে।