যোগ্যদের চাকরি ফেরানোর দাবিতে শিলিগুড়ি থানার সামনে তুমুল বিক্ষোভ দেখালো কংগ্রেস
শিলিগুড়ি : যোগ্যদের চাকরি চলে গেছে, তাদের চাকরি ফিরিয়ে দাও এই দাবি তুলে শিলিগুড়ি থানার সামনে বিক্ষোভ দেখালো কংগ্রেস। এদিন তারা জানান কত হাস্যকর ঘটনা ঘটলে এই ধরনের অবস্থায় সৃষ্টি হয়। যারা যোগ্য , যারা পরীক্ষা দিয়ে চাকরি পেয়েছে, আজকে তাদের চাকরি নেই। এই যুক্তি কেউ মানবে ? তাহলে আর ছেলেমেয়েরা কষ্ট করে পরীক্ষা দেবে কেন? আজকে যাদের চাকরি চলে গেছে, কি পরিস্থিতি তাদের , তারা তো এটা আশা করেনি , এদিন মূলত যুব কংগ্রেস এবং কংগ্রেস এর সমর্থকেরা এই দাবিতেই বিক্ষোভ দেখান শিলিগুড়ি থানা সামনে।এদিন তারা আরো দাবি করেন অবিলম্বে যোগ্যদের নিজ দায়িত্বে চাকরি ফিরিয়ে দিক রাজ্য সরকার, তাছাড়া স্কুলের ছাত্রছাত্রীরা তো প্রচন্ড ক্ষতির সম্মুখীন হচ্ছে, এ দায় কারা নেবে ? অযোগ্যদের কেন আগের থেকে আলাদা করা হলো না ? এদিন কংগ্রেস তুমুল বিক্ষোভ দেখায় এই দাবি তুলেও।
