যোগ্য চাকরি হারাদের চাকরি ফেরানোর দাবিতে ফের বিক্ষোভে পথে নামলেন এ আই ডি এস ও
শিলিগুড়ি : যোগ্য চাকরি হারাদের চাকরি ফেরানোর দাবিতে ফের বিক্ষোভে পথে নামলেন এ আই ডি এস ও । কেন যোগ্যরা চাকরি করতে পারবে না? এই দাবিকে সামনে রেখে এদিন দুপুরে তাদের মিছিল বের হয় শিলিগুড়ি থেকে। এদিন তাদের একটাই দাবি ছিল অযোগ্যরা যদি চাকরি না করে মেনে নেওয়া যায়, কিন্তু যোগ্যরা কেন চাকরি করবে না?

তাদের তরফ থেকে এদিন আরোও জানানো হয় , অবিলম্বে যদি চাকরি ফিরিয়ে না দেওয়া হয় তবে তারা আরো বড়সড়ো আন্দোলনের পথে নামবে। এদিন এ আই ডি এস ও এর তরফ থেকে এক তুমুল বিক্ষোভও দেখানো হয় শিলিগুড়ির প্রধান বেশ কয়েকটি কয়েকটি জায়গায়। তাদের তরফ থেকে জানানো হয় আগামী দিনে যদি এমন ঘটনা আবার ঘটে তবে তারা দেশব্যাপী আন্দোলন শুরু করবে। যারা শিক্ষকতা করছে, এবং যারা যোগ্য তারা কেন রাস্তায় থাকবে ? চাকরি পাওয়ার পরেও যোগ্যতা দিয়ে চাকরি করে কেন তারা বঞ্চিত হবে? এদিন এ আই ডি এস ও র পক্ষ থেকে এই প্রশ্নও তোলা হয়।