রাজ্য নতুন ২ কমিটি গঠন করলো স্বাস্থ্য দপ্তরের প্রকল্পের কাজ ত্বরান্বিত করতে

বাংলার খবর | বেস্ট কলকাতা নিউজ

বেস্ট কলকাতা নিউজ : রাজ্যের স্বাস্থ্য দপ্তর দু’টি নতুন কমিটি গঠন করল পূর্ত দপ্তরের অধীনস্থ স্বাস্থ্য দপ্তরের প্রকল্পগুলি পরিদর্শন করার জন্য। নতুন এই কমিটি মেলবন্ধন ঘটাবে দুই দপ্তরের মধ্যে। পাশাপাশি সংস্কার কাজে কোনো রকম ত্রুটি হলে কমিটির সদস্যরা তা জানাবেন কর্তৃপক্ষকে। সেইমতো ঊর্ধ্বতন কর্তৃপক্ষ ব্যবস্থাও গ্রহণ করবে । স্বাস্থ্য দপ্তরের বহু প্রকল্প এমনকি বাস্তবায়িত হয় রাজ্যের পূর্ত দপ্তরের মাধ্যমেও। রাজ্যের স্বাস্থ্য দপ্তর এবার দু’টি পৃথক কমিটি গঠন করল দুই দপ্তরের মধ্যে সমন্বয় সাধন করে সুষ্ঠুভাবে কাজ সম্পন্ন করার জন্য। এমনকি ২টি পৃথক পৃথক কমিটিও গঠন করা হয়েছে জেলা ও কলকাতার জন্য।আরো জানা গিয়েছে, জেলার ক্ষেত্রে জেলাশাসকের প্রতিনিধি ও উপ-মুখ্য স্বাস্থ্য আধিকারিকসহ চারজন আধিকারিক থাকবেন এই কমিটিতে। কলকাতার জন্য কমিটিতেও থাকবেন মোট তিনজন ।

রাজ্যের স্বাস্থ্য দপ্তর অনেকটাই নির্ভরশীল নতুন দুই কমিটির উপর। স্বাস্থ্য দপ্তরের প্রকল্পগুলি যাতে কোনওরকম সমস্যায় না পড়ে এই কমিটিগুলি তারই দেখভাল করবে। কোনও গাফিলতি বা সমস্যা নজরে পড়লে ছবি ও তথ্যসহ ইমেইলের মাধ্যমে কমিটির সদস্যরা তা জানাবেন কর্তৃপক্ষকে । নতুন এই কমিটি গঠনের ফলে আর বিলম্ব হবে না স্বাস্থ্য দপ্তরের প্রকল্পগুলির কাজের ক্ষেত্রেও।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *