যৌনপল্লীর পর এবার লক্ষ্য বৃদ্ধাশ্রম এবং প্রান্তিক ভোটার, পৌঁছে যাবে নির্বাচন কমিশনের ক্যাম্প
বেস্ট কলকাতা নিউজ : শহর তথা রাজ্যের যেখানে যতগুলি যৌনপল্লী রয়েছে সর্বত্রই বিশেষ ক্যাম্প করা হচ্ছে। এই কথা আগেই জানিয়েছিলেন রাজ্যের মুখ্য নির্বাচনী আধিকারিক মনোজ কুমার আগরওয়াল। সেই মতো আজ সোনাগাছিতে তিনটি ক্যাম্পের আয়োজন করেছে রাজ্যের মুখ্য নির্বাচনী আধিকারিকের দফতর। ক্যাম্প হবে কালীঘাট যৌনপল্লীতেও। তবে শুধু যৌনপল্লীতেই নয়, এবার বৃদ্ধাশ্রম থেকে শুরু করে প্রান্তিক ভোটারদের কাছে পৌঁছে যাবে নির্বাচন কমিশনের ক্যাম্প।

প্রসঙ্গত, হাতে মাত্র আর বাকি আর কটা দিন। আর তারপরেই শেষ হবে গণনা ফর্ম পূরণ ও জমা দেওয়ার কাজ। যাতে কোনও বৈধ ভোটার এই সুযোগ থেকে বাদ না পড়েন, সেটাই সুনিশ্চিত করতে চলেছে মুখ্য নির্বাচনী আধিকারিকের দফতর। রাজ্যের সব ডিইওদের অবিলম্বে রাজ্যে থাকা সবকটি বৃদ্ধাশ্রমে ক্যাম্প করার নির্দেশ দেয় রাজ্যের মুখ্য নির্বাচনী আধিকারিক মনোজ কুমার আগরওয়াল।
আরও জানা গেছে যে এমন একাধিক বৃদ্ধাশ্রম রয়েছে, যেখানে যাঁদের স্বামী মারা গেছেন সেইসব মহিলারা যেখানে থাকেন এবং বিশেষভাবে সক্ষম মানুষজনও থাকেন, মূলত, সেইসব জায়গায় গণনা ফর্ম নিয়ে যাওয়া সেগুলিতে পূরণ করতে সাহায্য করা এবং সেগুলিকে পরীক্ষা করে জমা নেওয়ার কাজ করা হবে সেইসব ক্যাম্পে। উল্লেখ্য,আজ এশিয়া মহাদেশের সর্ববৃহৎ যৌনপল্লিতে ক্যাম্প করা হবে। সিইও মনোজ কুমার আগরওয়াল-সহ অন্যান্য আধিকারিকরা উপস্থিত থাকবেন ওই ক্যাম্পে। আজ মূলত ক্যাম্প করা হবে কলকাতায় তিন জায়গায়।

