রত্নার সেঞ্চুরিতে উজ্জ্বল সাহুডাঙ্গীর ফাঁড়াবাড়ি—মহিলা আইপিএলের স্বপ্ন আরও কাছাকাছি!
নিজস্ব সংবাদদাতা : ফাঁড়াবাড়ি আদর্শপল্লীর প্রতিভাবান ক্রিকেটার রত্না বর্মন শিলিগুড়ির হয়ে বর্ধমান জেলা ক্রিকেট দলের বিরুদ্ধে খেলতে নেমে দারুণ এক বিস্ফোরক সেঞ্চুরি উপহার দিলেন। মাত্র ১২৬ বল খেলেই ৩টি ছয় ও ১৮টি চার হাঁকিয়ে করলেন দুর্দান্ত ১৪০ রান। এই অসাধারণ ইনিংস রত্নার ক্যারিয়ারে নতুন দিগন্ত খুলে দিয়েছে। এলাকার কন্যার এই সাফল্যে গর্বিত পুরো ফাঁড়াবাড়ি।


