বীরভূমের জয়দেব মেলা হবে করোনা বিধিনিষেধ মেনেই, অবশেষে মিলল জেলা প্রশাসনের অনুমতি

বাংলার খবর | বেস্ট কলকাতা নিউজ

বেস্ট কলকাতা নিউজ : সুপ্রাচীন ঐতিহ্যবাহী জয়দেব মেলা আপাতত বন্ধ হচ্ছে না বৈজ্ঞানিক দৃষ্টিভঙ্গির সাথে মানুষের অগাধ বিশ্বাসের সম্মান রাখতেই। গঙ্গাসাগরের মতো জয়দেব-কেঁদুলির মেলা নিয়েও দীর্ঘ টানাপড়েন চলছিল রাজ্যের করোনা পরিস্থিতির কথা মাথায় রেখেই। দিনকয়েক আগেই বীরভূম জেলা প্রশাসন জানায়, তবে এ বছর সাড়ম্বরে মেলা হবে না। সেক্ষেত্রে পুণ্যস্নানের ব্যবস্থা থাকবে অল্প কয়েকজনের জন্যই এবং জয়দেব মেলা হবে সবরকম করোনা বিধিনিষেধ মেনেই।

বোলপুরের বিধায়ক তথা রাজ্যের মন্ত্রী চন্দ্রনাথ সিংহ আরও জানিয়েছেন, কেঁদুলির মেলা বন্ধ হবে না। ছোট করে মেলার আয়োজন করা হবে কোভিড গাইডলাইন মেনেই। মন্ত্রীর কথায়, বহু মানুষের আবেগ জড়িত কেঁদুলির মেলার সঙ্গে। পুণ্যস্নানের জন্য এমনকি পুণ্যার্থীরা আসেন বহু দূরদূরান্ত থেকে। বাউলের আখড়াও বসে। লোকশিল্পীরা আসেন। এই মেলা মিলনের উত্‍সব। ছোট করে মেলার আয়োজনের সিদ্ধান্ত নেওয়া হয়েছে কেঁদুলির মেলার ঐতিহ্যের কথা মাথায় রেখেই। মেলাতে কোভিড গাইডলাইন মেনে চলা হবে বলেই জানিয়েছে জেলা প্রশাসন। মেলায় ব্যবস্থা থাকবে ভিড় নিয়ন্ত্রণের, দোকানপাঠও এবার কম করে খোলা হবে।এমনকি বেশি ভিড় করতে দেওয়া হবে না আখড়াতেও।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *