রাজবংশী ভাষায় রামায়ণ অনুবাদের জন্য পদ্মশ্রী পুরস্কার পেলেন শিলিগুড়ির বাসিন্দা নগেন্দ্রনাথ রায়, খুশির হাওয়া শহর জুড়ে
শিলিগুড়ি : আমি খুশি, আমি মর্যাদা পেলাম । রাজবংশী ভাষাতে পদ্মশ্রী পেয়ে ঠিক এই মন্তব্য করলেন নগেন্দ্র নাথ রায়। তিনি আরোও জানান, আমার কর্তব্য আমি করেছি। সরকার মনে করেছে, আমি এই পুরস্কার পাওয়ার যোগ্য তাই আমাকে পুরস্কৃত করেছে। আমি খুশি, আমার এত দিনের চেষ্টা এবং পরিশ্রম শেষ পর্যন্ত সফলতার মুখ দেখেছে। রামায়ণ একটি মহাকাব্য, এবং রাজবংশী ভাষাতে এই মহাকাব্য বিখ্যাত হয়ে উঠবে, এমনটাই আশাবাদী নগেন্দ্রনাথ রায়। তিনি আরো জানান রাজবংশী মানুষেরা রামায়ণ মহাভারতের উপর আকৃষ্ট অনেকদিন ধরেই, তাদের আশীর্বাদ আমি পেয়েছি, তাই আজকে আমি এই জায়গায় আসতে পারলাম, এখানে তাদেরও কৃতিত্ব অনেক। অনেকদিন ধরে চেষ্টা করেছিলাম আজ তার ফল পেলাম। আমি গর্বিত, আমি এই চেষ্টা করে আজকে সফল হয়েছি। ধন্যবাদ জানাই সবাইকে আমার পাশে থাকার জন্য। ভবিষ্যতে আমি চেষ্টা করব , বাংলা তথা ভারতের মান যাতে বাড়ে।
![](https://banglarkhabor.in/wp-content/uploads/2025/01/332769987_1629612934167629_1872748458816515128_n-1024x723.jpg)