“রাজমাতা জিজা বাই ” মহিলাদের ফুটবল প্রতিযোগিতার উদ্বোধন করলেন মেয়র গৌতম দেব, খেলাও দেখলেন গ্যালারিতে বসে
শিলিগুড়ি : শিলিগুড়ির কাঞ্চনজঙ্ঘা স্টেডিয়ামে ২৯ তম রাজমাতা জিজা বাই মহিলাদের ফুটবল প্রতিযোগিতার উদ্বোধন করলেন মেয়র গৌতম দেব। রাজ্য ব্যাপি এই ফুটবল প্রতিযোগিতা এই বছর শিলিগুড়িতে অনুষ্ঠিত হচ্ছে মোট ১৭ টি দল ( ১৭টি রাজ্য ) এই প্রতিযোগিতায় অংশগ্রহণ করছে। এদিন সন্ধ্যায় শিলিগুড়ির কাঞ্চনজঙ্গা স্টেডিয়ামে এই প্রতিযোগিতার উদ্বোধন করলেন মেয়র গৌতম দেব এবং ডেপুটি মেয়র রঞ্জন সরকার। এদিন মেয়র জানান এই টুর্নামেন্টটি ভারতের অন্যতম পুরনো ফুটবল প্রতিযোগিতা, মহিলাদের হলেও যথেষ্ট জনপ্রিয় এই প্রতিযোগিতা। ভারতবর্ষের ফুটবল ইতিহাসে এই প্রতিযোগিতায় যথেষ্ট সুনাম আছে। একজন শিলিগুড়িবাসী হিসাবে এবং শিলিগুড়ির মেয়র হিসাবে আমি, অত্যন্ত গর্ববোধ করছি এই প্রতিযোগিতাটি শুরু করতে পেরে। আমার শুভেচ্ছা এবং শুভকামনা প্রতিটি দলের সাথেই থাকলো, সবাই ভালো খেলুক আমরা সবাই মাঠের বাইরে থেকে খেলা দেখব। আমি শিলিগুড়ি সমস্ত ফুটবল প্রেমী দর্শকদের অনুরোধ করবো কারা যেন মাঠে আসেন খেলোয়ারদের উৎসাহ দিতে।
এদিকে ডেপুটি মেয়র রঞ্জন সরকার এদিন জানান, আমি ফুটবল সব সময় ভালবাসি, ফুটবলের পো কা আমি। সব ধরনের ফুটবলই আমি দেখি, সেই ইংলিশ প্রিমিয়ার লিগ ই হোক, বিশ্বকাপ হোক , বাঘ শিলিগুড়ির কোন স্থানীয় লিগ হোক সময় পেলে আমি মাঠে আসবই। আমার তো খেলোয়ারদের আমি শুভেচ্ছা এবং শুভকামনা জানাচ্ছি। সবাই ভালো খেলুন, আমরা সবাই মাঠে আসবো।