রাজ্যের স্বাস্থ্যক্ষেত্রে হতে চলেছে ৯ হাজার ৬০০ কোটি টাকা বিনিয়োগ, BGBS,এর মঞ্চ থেকে জানালেন স্বাস্থ্য প্রতিমন্ত্রী চন্দ্রিমা ভট্টাচার্য
বেস্ট কলকাতা নিউজ : বিশ্ব বাংলা কনভেনশন হলে চলছে বিশ্ব বাংলা বাণিজ্য সম্মেলন। প্রথম দিনই অম্বুজা নেওটিয়া গ্রুপের তরফে হর্ষবর্ধন নেওটিয়া রাজ্যে ১৫ হাজার কোটি টাকার বিনিয়োগের প্রস্তাব দিয়েছে। এবার রাজ্যের স্বাস্থ্যক্ষেত্রে ৯ হাজার ৬০০ কোটি টাকা বিনিয়োগের প্রস্তাব এসেছে। জানালেন স্বাস্থ্য প্রতিমন্ত্রী চন্দ্রিমা ভট্টাচার্য। বিশ্ব বাংলা বাণিজ্য সম্মেলনের মঞ্চেই ২৩টি স্বাস্থ্য প্রতিষ্ঠানের তরফে প্রস্তাব এসেছে। তালিকায় রয়েছে বেলভিউ, ভাগীরথী নেওটিয়া, নারায়ণা, পিয়ারলেস, সিএমআরআই, অ্যাপেলো, উডল্যান্ডস, চার্নক, মণিপাল গ্রুপ।
![](https://banglarkhabor.in/wp-content/uploads/2025/01/332769987_1629612934167629_1872748458816515128_n-1024x723.jpg)
এপ্রসঙ্গে স্বাস্থ্য প্রতিমন্ত্রী চন্দ্রিমা ভট্টাচার্য বলেন, “আগে স্বাস্থ্যের অবস্থা যা ছিল, আর মুখ্যমন্ত্রীর নেতৃত্বে এখন যেখানে এসে পৌঁছেছে, তা বলার অপেক্ষা রাখে না, যে মানুষের প্রাপ্য অধিকার পাইয়ে দেওয়ার জন্য সরকার সবসময় উদ্যোগ নেয়। বড় বড় হাসপাতালে বড় কোম্পানি হেলথ কেয়ারে ৯ হাজার ৬০০ কোটি টাকার ওপর এখানে হেলথ সেক্টরে বিনিয়োগ হবে। আমরা মনে করি, এটা সরকারেরই অংশ। পাবলিক সেক্টর কখনও সম্পূর্ণ হয় না, যদি না প্রাইভেট সেক্টর এসে হাত মেলায়।” রাজ্য স্বাস্থ্য দফতরের তরফ থেকে চলতি বছরেই একটি পরিসংখ্যান প্রকাশ করা হয়েছিল। তাতে দেখা গিয়েছে, কেবলমাত্র রাজ্যই স্বাস্থ্যক্ষেত্রে ১.৫ লক্ষ কোটি টাকা বিনিয়োগ করেছে। এপ্রসঙ্গে স্বাস্থ্য প্রতিমন্ত্রী চন্দ্রিমা ভট্টাচার্য বলেন, “প্রথম দিনেই বোঝা গিয়েছে, এখানে যাঁরা বিনিয়োগ করেন, অর্থাৎ শিল্পোদ্যোগীরা, তাঁরা শিল্পের জন্য সমস্ত রকমের সুবিধা পান। তাই বিনিয়োগ করতেও আগ্রহী। হেলফ সেক্টরে যে একটা আমূল পরিবর্তন এসেছে, এ বিষয়ে তো কোনও সন্দেহ নেই।”
বে