রাজ্যে ৬ টি সরকারি মেডিকেল কলেজ, ৬০০ টি ডাক্তারি কোর্সের আসন বাড়ছে এ রাজ্যের মুখ্যমন্ত্রীর বিশেষ উদ্যোগে
বেস্ট কলকাতা নিউজ : ডেস্টিনেশন বেঙ্গল। এগিয়ে বাংলা।বছর কয়েক আগে পর্যন্ত যেখানে বাংলার ছেলেমেয়েদের ডাক্তারি পড়ার জন্য মোটা অংকের টাকা ঋণ নিয়ে ভিন রাজ্যে অথবা বিদেশে পাড়ি দিতে হতো মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের বিশেষ উদ্যোগে এবারে মেটাতে চলেছে সেই সমস্যাকেই।একদিকে যেমন কিছুদিন আগেই রাশিয়া-ইউক্রেন আক্রমণ করার পরেই দেখা গিয়েছিল হাজার হাজার ভারতীয় ছাত্র ছাত্রীদের পাশাপাশি বাংলার বিভিন্ন প্রত্যন্ত গ্রাম থেকে ও মধ্যবিত্ত বাবা মায়েরা ইউক্রেনের বিভিন্ন মেডিকেল কলেজে তাদের ছেলেমেয়েদের ডাক্তার করার স্বপ্ন নিয়ে পাঠিয়েছিলেন, কিন্তু তারা ফিরে আসতে বাধ্য হয়েছিল প্রাণের ঝুঁকি নিয়ে।
এবারে কয়েকদিনের মধ্যেই বাংলার ৬ টি জেলায় নতুন ছটি মেডিকেল কলেজ উদ্বোধন হতে চলেছে।সরকারি এই ছটি মেডিকেল কলেজে ডাক্তারি পড়ুয়াদের জন্য তৈরি হতে চলেছে ৬০০ নতুন আসন।রাজ্য স্বাস্থ্য দপ্তর সূত্রে জানা গিয়েছে এই ছয় মেডিকেল কলেজ তৈরি হতে চলেছে উত্তর ২৪ পরগনা বারাসাত, হাওড়া জেলা উলুবেড়িয়া, হুগলির আরামবাগ, পূর্ব মেদিনীপুরের তমলুক, জঙ্গলমহলের ঝাড়গ্রাম এবং উত্তরবঙ্গের জলপাইগুড়িতে।
দীর্ঘ সাড়ে তিন দশকের বাম জমানায় বাংলায় শিক্ষাক্ষেত্রে অন্ধকারের পাশাপাশি নিকষ কালো অন্ধকার তৈরি হয়েছিল ডাক্তারি শিক্ষার ক্ষেত্রেও।২০১১ সালে মমতা বন্দ্যোপাধ্যায় বাংলার মুখ্যমন্ত্রী হওয়ার আগে পর্যন্ত বাংলায় মেডিকেল কলেজে ডাক্তারি পড়ুয়াদের সংখ্যা ছিল মাত্র ৯০০।যেখানে গত ১১ বছরে বাংলায় ডাক্তারি পড়ুয়াদের জন্য আসন সংখ্যা তৈরি হয়েছে ৩৩ মেডিকেল কলেজে ৪৮২৫টি।