রাজ্য পুলিশের জোড়া সাফল্য মাদক বিরোধী অভিযানে ! ১২ কোটির হিরোইন উদ্ধার হল জলপাইগুড়িতে
বেস্ট কলকাতা নিউজ : নিউ জলপাইগুড়িতে রাজ্য পুলিশের স্পেশাল টাস্ক ফোর্স এস টি এফ দুই ব্যাক্তি কে আটক করল বিপুল পরিমান হিরোইন পাচারের আগেই। বুধবার গোপন সূত্রে পাওয়া খবরের ভিত্তিতে রাজ্য পুলিশের এসটিএফ উত্তরবঙ্গের নিউ জলপাইগুড়ি থানার অন্তর্গত জাতীয় সড়কে একটি ট্রাক আটক করে তল্লাশি চালিয়ে ১২ কোটি টাকার মূল্যের হেরোইন উদ্ধার করে । এসটিএফ এই ঘটনায় মণিপুর এবং ঝারখন্ডের দুই ব্যক্তিকে গ্রেফতার করেছে।
এসটিএফের আধিকারিকরা আরও জানিয়েছে, মণিপুর থেকে বিহারে নিয়ে যাওয়া হচ্ছিল ওই নিষিদ্ধ মাদক । উদ্ধার হওয়া হিরোইনের পরিমান প্রায় ২.৫ কেজি বলেও জানিয়েছে এসটিএফের আধিকারিকরা।এদিকে শিলিগুড়ি পুলিশ কমিশনারেটের নিউ জলপাইগুড়ি থানায় তদন্ত শুরু হয়েছে একটি মামলা রুজু করেও । অপরদিকে শিলিগুড়ি পুলিশ কমিশনারেটও বড় সাফল্য পেল মাদক বিরোধী অভিযান চালিয়ে। ৭ কোটি টাকা মূল্যের ব্রাউন সুগার উদ্ধার হল অভিযান চালিয়ে । ব্রাউন সুগার ও টাকা লেনদেন হওয়ার সময় আশিঘর ফাঁড়ির পুলিশকে সাথে নিয়ে বাইপাস সংলগ্ন কানকাটা মোড় এলকায় ৪ জনকে ধরেও ফেলে শিলিগুড়ি পুলিশ কমিশনারেটের বিশেষ দল। ধৃত ওই চার ব্যক্তিকে অবশেষে শিলিগুড়ি আদালতে তোলা হয়।