অবশেষে ৮ কর্তা অভিযুক্ত এসএসসি নিয়োগ দুর্নীতিতে, কল্যাণময় গঙ্গোপাধ্যায়, সৌমিত্র সরকার পড়লো বড় শাস্তির মুখে

বাংলার খবর | বেস্ট কলকাতা নিউজ

বেস্ট কলকাতা নিউজ : এ রাজ্যের স্কুল সার্ভিস কমিশন ৩৮১ জনকে মূলত ভুয়ো নিয়োগ করেছে ! এমনকি ৮ এসএসসি কর্তাও অভিযুক্ত স্যাবস্ত্য হয়েছে এই নিয়োগ দুর্নীতিতে । ইতিমধ্যেই কলকাতা হাইকোর্টে এমনই এক রিপোর্ট পেশ হয়েছে । নিয়োগ দুর্নীতি কাণ্ডে আগামী বুধবার ১৮ ই মে রায় দেবে হাই কোর্ট। মূলত বিচারপতি সুব্রত তালুকদার এবং বিচারপতি আনন্দ কুমার মুখোপাধ্যায়ের ডিভিশন বেঞ্চে শুনানি হয় এসএসসি নিয়োগ সংক্রান্ত মামলার । শুনানিতেই গ্রুপ সি নিয়োগে দুর্নীতি নিয়ে রিপোর্ট জমা দেয় বিচারপতি আর কে বাগের কমিটি ।

বাগ কমিটির আইনজীবী অরুণাভ বন্দ্যোপাধ্যায় আদালতকে জানান, ৩৮১ জনকে ভুয়ো নিয়োগ করা হয়েছে। তার মধ্যে ২২২ জন কোনো পরীক্ষাই দেননি। বাকিরা পাশ করেনি। ২০১৯ সালের মে মাসে প্যানেলের মেয়াদ শেষ হয়। সল্টলেকের আনন্দলোক হাসপাতালের কাছে নতুন ভবন থেকে ভুয়ো নিয়োগ করা হয়েছে।মেয়াদ শেষের পরও বেআইনি ভাবে নিয়োগ করা হয়েছে নভেম্বর মাস অবধি । উপদেষ্টা কমিটির আহ্বায়ক শান্তিপ্রসাদ সিংহের সুপারিশ মতো পর্ষদের চেয়ারম্যান কল্যাণময় গঙ্গোপাধ্যায় ভুয়ো নিয়োগপত্র তৈরি করেন। মেয়াদ উত্তীর্ণ হওয়ার পরও তৎকালীন শিক্ষামন্ত্রী পার্থ চট্টোপাধ্যায় পেন্ডিং রিক্রুটমেন্ট শেষ করতে বলেন ২০১৯ সালের ১ নভেম্বর। তাঁর নির্দেশেই গঠিত হয় পাঁচ সদস্যের উপদেষ্টা কমিটি ।

এফআইআর করার সুপারিশ করা হয়েছে নিম্নলিখিত ব্যক্তিদের বিরুদ্ধে: ১) সৌমিত্র সরকার ২) অশোক কুমার সাহা ৩) কল্যাণময় গঙ্গোপাধ্যায় ৪) শান্তিপ্রসাদ সিনহা৫) সমরজিৎ আচার্য

এদিকে রিপোর্টে বিভাগীয় তদন্তের সুপারিশ করা হয়েছে নিম্নলিখিত ব্যক্তিদের বিরুদ্ধে: ১.সুবীরেশ ভট্টাচার্য২.চৈতালি ভট্টাচার্য ৩.শর্মিলা মিত্র ৪.মহুয়া বিশ্বাস৫.শুভজিৎ চট্টোপাধ্যায় ৬.শেখ সিরাজ উদ্দিন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *