রাজ্য সরকার আরও ৩৫ পড়ুয়াকে বিশেষ বিমানে বাংলায় ফেরাল অগ্নিগর্ভ মণিপুর থেকে
বেস্ট কলকাতা নিউজ : পশ্চিমবঙ্গ সরকার সবসময় নজর রাখছে অশান্ত মণিপুরের পরিস্থিতির উপর। সেখানে সরকার আটকে পড়া পড়ুয়াদের উদ্ধারে চেষ্টার কোনও খামতি রাখছে না । ইতিমধ্যেই রাজ্যের আরও ৩৫ জন পড়ুয়াকে বাংলায় ফিরিয়ে আনা হয়েছে মণিপুর থেকে । ইম্ফল থেকে এক বিশেষ বিমানে গত মঙ্গলবার রাতে কলকাতা বিমানবন্দরে ফিরিয়ে আনা হয়েছে তাঁদের। উদ্ধার হওয়া ৩৫ জনের মঝ্যে মণিপুর ন্যাশনাল স্পোর্টস ইউনিভার্সিটির ১৩ জন রয়েছেন। এছাড়া মণিপুর এনআইটির ১৪ পড়ুয়া, ইম্ফল আইআইআইটির তিনজন পড়ুয়া এবং মণিপুর আরআইএমএস-এর পাঁচজন পড়ুয়া রয়েছে।
জানা গেছে মণিপুর থেকে উদ্ধার হওয়া পড়ুয়াদের মধ্যে রয়েছে দার্জিলিং, কোচবিহার, মালদা, পশ্চিম বর্ধমান, পুরুলিয়া, পশ্চিম মেদিনীপুর, নদিয়া, উত্তর ২৪ পরগনা, দক্ষিণ ২৪ পরগনা ও কলকাতার পড়ুয়ারা। কলকাতা বিমানবন্দরে পৌঁছানোর পর রাজ্য সরকার পড়ুয়াদের নির্দিষ্ট গন্তব্যে পৌঁছে দেওয়ার ব্যবস্থাও করেছে । অগ্নিগর্ভ মণিপুর থেকে এর আগে ১৮ জন পড়ুয়া ফিরে এসেছিল কলকাতায়। শিলিগুড়ি হয়েও অনেক পড়ুয়া অশান্ত মণিপুর থেকে রাজ্যে ফিরেছে। প্রসঙ্গত, এর আগে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় একটি টুইটবার্তায় লিখেছিলেন, “মণিপুরে আটকে পড়া আমাদের অন্যান্য রাজ্যবাসীকে সেখান থেকে ফিরিয়ে নিয়ে আসার চেষ্টা চলছে। আমাদের যারা যারা সেখানে আটকে পড়েছেন, তাদের সকলের পাশে আমরা আছি।”