রাজ বাসুর সানডে হাট এক অসাধারণ পরিবেশন সমগ্র উত্তর বঙ্গে

বাংলার খবর | বেস্ট কলকাতা নিউজ

নিজস্ব সংবাদদাতা : রাজ বসু উত্তরবঙ্গ কেন গোটা ভারতের পর্যটনের মহীরুহু। বলা হয় রাজ বসুর জন্যই মানুষ পর্যটন কে এত গভীরভাবে চিনতে পেরেছে। কারণ আধুনিক পর্যটন তো আলাদা ব্যাপার, কিন্তু সন্ধ্যাবেলায় বৃষ্টির শব্দের সাথে আদিবাসীদের নাচ রাগ বাসুর সৃষ্টি। তিনি চিনতে শিখিয়েছেন গ্রামের পর্যটন কে। আর তার সেই অসাধারণ সৃষ্টির মধ্যে অন্যতম ” সানডে হাট “

শিলিগুড়ির মডেল ইস্কুলে এই সানডে হাট বসে প্রতি রবিবারে যেখানে আপনি পাবেন দার্জিলিং স্কোয়াশ, ভুটানের পেপে, কালিম্পংয়ের আলু, কার্শিয়াং এর গাজর এবং ফুলকপি, জলদাপাড়ার ঢেঁকি শাক এবং পাবেন, করকনাথের মুরগি। যার প্রতি কেজি মাংসের দাম ১০০০ টাকা। এবং মাংস পুরোপুরি কালো। এ ছাড়া পাবেন আপনি বিভিন্ন রকমের তেল, এবং জামা কাপড়। রাজ বসু, নিজে জানান আমি সানডে হাটটা করি মানুষকে আনন্দ দেওয়ার জন্য। এটা একেবারেই আলাদা অন্য রকমের হাট। যেখানে আপনি পাবেন সব ধরনের বৈচিত্র্যময় জিনিস। covid এর সময় সময় বন্ধ ছিল আমার এই সানডে হাট, আবার শুরু করেছি আমি। আশা করবো এবারে সানডে হাট এর জনপ্রিয়তা আরও বাড়বে বলেই জানালেন রাজ বসু।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *