এ রাজ্যের কৃষকরা ব্যাপক ক্ষতির মুখে পড়ল নিম্নচাপের জেরে টানা বৃষ্টিতে

বাংলার খবর | বেস্ট কলকাতা নিউজ

বেস্ট কলকাতা নিউজ : চাষের ক্ষেত গুলি এখন কার্যত জলের তলায় জাওয়াদের প্রভাবে তিন দিনব্যাপী নিম্নচাপের বৃষ্টিপাতের জেরে । যার জেরে ক্ষতি হয়েছে এমনকি কয়েক লাখ টাকার শাকসবজিও। এদিকে একরকম মাথায় হাত পড়েছে দক্ষিণ ২৪ পরগনা জেলার কৃষকদের। এছাড়াও দক্ষিণ ২৪ পরগনা জেলায় দীর্ঘ তিন দিনের নিম্নচাপের গড় বৃষ্টিপাতের পরিমাণ ৯০ মিলিমিটার। যা সর্বোচ্চ রেকর্ড হিসেবে ধরা হয়েছে এমনকি গত কয়েক বছরের মধ্যে। যার সাথে সাথে ব্যাপক ক্ষয়ক্ষতিও হয়েছে ক্ষেতের পর ক্ষেত শাকসবজিসহ ফুল ও ডাল চাষেরও।

আবার কৃষি দপ্তর সূত্রে জানা গেছে এ বছর ২০ হাজার ৫০০ হেক্টর জমিতে সবজি চাষ করা হয়েছিল উত্তর ২৪ পরগনা জেলায়। যার মধ্যে বৃষ্টির জলে নষ্ট হয়ে গেছে ৮০ ভাগ জমির সবজি। তার সাথে সাথেই নষ্ট হয়েছে এমনকি ৩৩ হাজার হেক্টর জমির সরিষা,৭ হাজার হেক্টর জমির ডাল। শুধুমাত্র খাদ্যশস্য গুলি নয় তার পাশাপাশি এক হাঁটু জল দাঁড়িয়ে রয়েছে জবা দোপাটি গাঁদা ফুল নীলকন্ঠ ফুলের মত একাধিক ফুলের জমিতেও। কৃষি আধিকারিকরা কৃষকদের পরামর্শ দিচ্ছেন জমি থেকে দ্রুত জল বের করে কীটনাশক, ছত্রাকনাশক স্প্রে করার জন্য। যা থেকে কিছুটা হলেও বাঁচানো যাবে ফুল ও শাকসবজি গুলিকেও।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *