রাতের অন্ধকারে দুঃসাহসিক চুরি সোনার দোকানে,রাতারাতি নিঃস্ব হল এক স্বর্ণব্যবসায়ী
বেস্ট কলকাতা নিউজ : রাতের অন্ধকারে সোনার দোকানে দুঃসাহসিক চুরির। বৃহস্পতিবার সকালে চুরির বিষয় প্রকাশ্যে আসতেই চাঞ্চল্য ছড়াল দক্ষিণ দিনাজপুর জেলার গঙ্গারামপুর থানার সুকদেবপুরে। সোনার দোকানে থাকা লকার ভেঙে লক্ষাধিক টাকার সোনার গয়না অলঙ্কার নিয়ে চম্পট দিল চোরের দল। এদিন সকালে খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছয় গঙ্গারামপুর থানার পুলিশ। পরে পুলিশ পুরো বিষয়টি খতিয়ে দেখে ।
জানা গিয়েছে, গঙ্গারামপুরের বাসিন্দা অখিল সরকারের একটি সোনার দোকান রয়েছে সুকদেবপুর হাটখোলা এলাকায়। প্রতিদিনের মত বুধবার রাতেও দোকান বন্ধ করে বাড়ি যান দোকান মালিক। বৃহস্পতিবার সকালে এলাকার মানুষজন দোকানের তালা ভাঙ্গা অবস্থায় দেখতে পায়। এরপরেই খবর দেওয়া হয় দোকান মালিককে। এদিকে দোকান মালিক গিয়ে দোকানে ঢুকতেই তাঁর চুরির বিষয়টি নজরে আসে। দোকান মালিকের আরো দাবি, লক্ষাধিক টাকার সোনার গয়না লুঠ গিয়েছে। সেইসঙ্গে দোকানে থাকা সিসিটিভি ক্যামেরার যন্ত্রাংশ নিয়ে চম্পট দিয়েছে চোরের দলও । অবশেষে ঘটনার তদন্ত শুরু করে পুলিশ।