রাত জেগে খেলা দেখল শহর শিলিগুড়ি, জিতল টিম ইন্ডিয়া
শিলিগুড়ি : ক্রিকেট একটা আলাদা অনূভুতি এর উপরে আবার বিশ্বকাপ এবং ভারত, সেই তিরাশির পর থেকে কত যে নষ্টালজিক রাত গেছে শুধুমাত্র ক্রিকেটের জন্য সেটা ভাবতেও পারবে না কেউই, শিলিগুড়ি সবসময় ক্রিকেটের পাশে থাকে সে বিশ্বকাপ হোক অথবা শুধুমাত্র একদিনের প্রতিযোগিতা, আজকের দিনে কাজের মধ্যে দিয়ে লড়াই করে মানুষ, আর সেই লড়াই এর অষ্কিজেন যোগায় ক্রিকেট, ক্রিকেট দেখে আট থেকে আশি সকল মানুষ ।গতকাল রাতের ম্যাচ আরেকটা উদাহরন হয়ে থাকল শিলিগুড়ির কাছে, রাত জেগে ভারত দক্ষিন আফ্রিকার ম্যাচ দেখল শিলিগুড়ির মানুষ , একেকটা উইকেট পড়ছে আর চিৎকার আসছে চারিদিক থেকে মাঝরাতেও, মানুষ কত আনন্দ পায় ভারত জিতলে, প্রতিবারের মতন গতকালকের ম্যাচও একটা উদাহরন হয়ে থাকল। রাতে টিভিতে ভারতের জয় দেখতে তৈরী শিলিগুড়ির সবাই।
ম্যাচ শুরু হয়েছিল সন্ধ্যায়, তখনই সেজে উঠেছিল শিলিগুড়ির হিলকার্ড রোড, সেবক রোড এবং বিধান মার্কেট তেরঙ্গা জাতীয় পতাকা সাজিয়ে টিভির সামনে বসে পড়েছিল ক্রিকেট পাগল মানুষেরা। ভারতের রান বেড়েছে, সেই সাথে বেড়েছে উল্লাস, উইকেট পড়েছে সেই সাথে দেখা গেছে বিষাদ, রাত দুটোর সময় ভারতের জয়ে শিলিগুড়ির উল্লাস দেখে মনে হচ্ছিল সবে সাতটা বাজল। আগামী শনিবার ফাইনালের আগে আবার সাজবে শিলিগুড়ি হবে প্রার্থনা, কারন ক্রিকেট পাগল দেশে শিলিগুড়ি যে একটা ক্রিকেট পাগল শহর সেটা ভুলে গেলে চলবে না।