রামপুরহাটে ছাত্রী খুনের ঘটনার জের, আরেক ধৃত শিক্ষকের জামিনের আবেদন খারিজ করলো আদালত
বেস্ট কলকাতা নিউজ : রামপুরহাটে ছাত্রীকে কুপ্রস্তাব ও শ্লীলতাহানীর অভিযোগে ধৃত আংশিক সময়ের শিক্ষক অভিজিৎ পালের জামিনের আবেদন খারিজ করল আদালত। বিচারক ধৃতকে দু’দিন জেল হেফাজতের নির্দেশ দিয়েছেন। যদিও স্বামীকে মিথ্যা অভিযোগে ফাঁসানো হয়েছে বলে দাবি করেছেন ধৃতের স্ত্রী।

এদিকে পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গিয়েছে, রামপুরহাট শহরের একটি হাইস্কুলের আংশিক সময়ের ওই শিক্ষককে গণধোলাই দেয় এক ছাত্রীর পরিবার ও স্থানীয়রা। পরে পুলিশ এসে ওই শিক্ষককে উদ্ধার করে থানায় নিয়ে যায়। অভিযোগ, উচ্চ মাধ্যমিকে পড়াকালীন ওই স্কুলেরই এক ছাত্রীকে বাড়িতে প্রাইভেট পড়াতে যেত ওই শিক্ষক। সেই সময় ছাত্রীর সঙ্গে অশালীন আচরণ করত। এমনকী, খারাপভাবে স্পর্শ করতেন। বছর ১৯-র ওই ছাত্রী বর্তমানে একটি কলেজে ভূগোল অর্নাস নিয়ে ভর্তি হয়েছেন। এখনও তাঁকে ফোন করে উত্ত্যক্ত করে চলেছে ওই শিক্ষক। কিন্তু ভয়, লজ্জার কারণে ওই ছাত্রী বাড়িতে কিছুই জানায়নি। সম্প্রতি রামপুরহাটে এমনই এক শিক্ষকের হাতে নাবালিকা ছাত্রী নৃশংসভাবে খুন হয়েছে। তাঁর সঙ্গেও এমন ঘটনা ঘটতে পারে এই আশঙ্কায় রবিবার সাহস করে জামাইবাবুকে বিষয়টি জানান ওই ছাত্রী। দুপুরে ছাত্রীর পরিবারের পক্ষ থেকে ওই শিক্ষকের নামে থানায় অভিযোগ দায়ের করা হয়। এরপরই পুলিশ ওই শিক্ষককে গ্রেপ্তার করে।