‘রাস্তাশ্রী’ প্রকল্পে থাকতে চলেছে একাধিক সুবিধা, পাল্টে যাচ্ছে রাস্তার হাল এমন কি বাড়বে গতিও
সামনেই পঞ্চায়েত নির্বাচন! আর সেই নির্বাচনের আগে দিদির দূতেরা বারবার ক্ষোভ-বিক্ষোভের মধ্যে পড়েছেন। কোথাও রাস্তা নেই তো কোথাও রাস্তা খারাপ। তা নিয়ে ক্ষোভ জানিয়ে বিক্ষোভ দেখিয়েছেন সাধারণ মানুষ। আর এই অবস্থায় রাজ্য বাজেটে বড় ঘোষণা মমতা বন্দ্যোপাধ্যায়ের সরকারের। আগামী অর্থবছরের জন্যে বাজেট পেশ করেন রাজ্যের মন্ত্রী চন্দ্রিমা ভট্টাচার্য। আর সেখানেই একাধিক নয়া প্রকল্পের ঘোষণা করা হয়। যার মধ্যে একটি ‘রাস্তাশ্রী। গ্রামীণ সড়কগুলিকে নয়া এই প্রকল্পের মাধ্যমে মজবুত করা হবে। এছাড়াও রাজ্যের একাধিক গুরুত্বপূর্ণ রাস্তা আছে। সেই সমস্ত রাস্তার সঙ্গে গ্রামের রাস্তাগুলিকে সংযুক্ত করারও এই প্রকল্পের অন্যতম লক্ষ্য বলেও এদিন জানিয়েছেন রাজ্যের অর্থমন্ত্রী।