রাস্তায় জঞ্জাল ফেললে ফিরিয়ে দেওয়া হবে বাড়িতেই, অভিনব সিদ্ধান্ত নিল বেঙ্গালুরু পৌর নিগম
বেস্ট কলকাতা নিউজ : শহরের বাসিন্দাদের একাংশকে বারবার সচেতন করেও লাভ হয়নি। তাই রাস্তায় আবর্জনা ফেলা আটকাতে অভিনব পন্থা নিল গ্রেটার বেঙ্গালুরু অথরিটি (জিবিএ)। তারা জানিয়েছে, বাসিন্দাদের কেউ যদি নিয়ম ভেঙে রাস্তায় বাড়ির আবর্জনা ফেলে, তাহলে সেই আবর্জনা ফের সেই বাড়ির সামনেই ফেলে দিয়ে আসা হবে। জিবিএ এই উদ্যোগের নাম দেওয়া হয়েছে ‘গারবেজ ডাম্পিং ফেস্টিভাল’। পুরসভা কর্তৃপক্ষের দাবি, শহরের স্বচ্ছতা বজায় রাখতেই কড়া পদক্ষেপ করতে হচ্ছে তাদের। কারা রাস্তায় জঞ্জাল ফেলছে, তা দেখার জন্য সিসি ক্যামেরায় নজরদারি চালানো হবে। পুর আধিকারিকরাও রাস্তায় আবর্জনার ভিডিও তুলে রাখবেন।

এদিকে বেঙ্গালুরু সলিড ওয়েস্ট ম্যানেজমেন্ট লিমিটেডের সিইও কারিগৌড়া জানিয়েছেন, শহরের জঞ্জাল সংগ্রহের জন্য তাদের ৫ হাজার গাড়ি রয়েছে। প্রতিদিন গাড়িগুলি বাড়ি বাড়ি যায়। এছাড়া কিছু জায়গায় ডাস্টবিনও তৈরি করা হয়েছে। তা সত্ত্বেও কিছু মানুষ তাদের বাড়ির সামনের রাস্তায় আবর্জনা ফেলে রাখে। সিসি ক্যামেরায় সে সবের প্রমাণও হাতে পেয়েছে সংস্থাটি। তাই ওই বাসিন্দাদের ‘রিটার্ন গিফট’ দিতেই রাস্তায় ফেলা জঞ্জাল ফের বাড়িতেই ফেলে আসা হবে। একইসঙ্গে অভিযুক্ত বাসিন্দাদের দু’হাজার টাকা জরিমানাও করা হবে। বিষয়টি জানাজানি হতেই চর্চা শুরু হয়েছে। অনেকেই এই উদ্যোগকে ‘অদ্ভুত’ আখ্যা দিয়েছে। যদিও কারিগৌড়ার মতে, ‘এটা কোনও অদ্ভুত বিষয় নয়। আমাদের কর্মীরা প্রতিটি বাড়িতে গিয়ে শুকনো ও ভিজে আবর্জনা আলাদা করার প্রশিক্ষণ দিয়েছেন। সমাজমাধ্যমে সচেতনতার বার্তাও দেওয়া হয়েছে। ‘গার্ডেন সিটি’ বেঙ্গালুরুর পরিচ্ছন্নতা বজায় রাখার দায়িত্ব আমাদের সকলের।’

