রায়দিঘি বিধানসভার দুই পড়ুয়া আটকে রয়েছে ইউক্রেনে, বিধায়ক দাঁড়ালেন আতঙ্কিত পরিবারের পাশে
বেস্ট কলকাতা নিউজ : দক্ষিণ ২৪ পরগনার দুই ছাত্র ইউক্রেনে আটকে পড়েছে ভয়াবহ রাশিয়া-ইউক্রেনের যুদ্ধের মাঝে পড়ে। রায়দিঘির মণ্ডলপাড়ার অর্ঘ্য মাঝি ও কাশীনগরের অর্কপ্রভ বৈদ্য ইউক্রেনে যুদ্ধ পরিস্থিতির মধ্যে আটকে রয়েছে মূলত ডাক্তারি পড়তে গিয়েই। এমনকি তাদের পরিবার পরিজনেরা চরম উৎকণ্ঠার মধ্যে দিন কাটাচ্ছেন যুদ্ধ পরিস্থিতিতে তাদের বাড়ির ছেলেরা আটকে পড়ায়। ইতিমধ্যে স্থানীয় বিধায়ক অলোক জলদাতা রাজ্য সরকারকে বিস্তারিত রিপোর্ট দিয়েছেন দুই পড়ুয়ার পরিবারের সঙ্গে কথা বলে। যাতে সুষ্ঠুভাবে তাড়াতাড়ি ওই দুই ছাত্রকে তুলে দেওয়া যায় তাঁদের পরিবারের হাতে।
এদিকে পরিবার সূত্রে জানা গেছে, রাত তিনটে নাগাদ ভারতীয় দূতাবাসের সঙ্গে যোগাযোগ করলে জানানো হয়েছে ব্যবস্থা হচ্ছে ওই ছাত্রদের ফিরিয়ে আনানোর। আপাতত যে যেখানে আছেন সেখানে থাকতে বলা হয়েছে। ভারতীয় দূতাবাস জানিয়েছে তাঁদের খুব দ্রুত হাঙ্গেরিতে আনা হবে। তারপরে ভারতীয় বিমানে দিল্লি এনে প্রত্যেককে পৌঁছে দেওয়া হবে তাদের নিজেদের বাড়িতে।