রায় দিলো কলকাতা হাই কোর্ট, যাবজ্জীবন কারাদণ্ড খারিজ হল ছত্রধর মাহাত-র
বেস্ট কলকাতা নিউজ : ছত্রধর মাহাতো সহ চার জনের যাবজ্জীবন কারাদণ্ড এর নিৰ্দেশ খারিজ করল কলকাতা হাইকোর্ট। ২০০৯ সালে কাঁটাপাহাড়ি বিস্ফোরণ মামলায় গ্রেফতার করা হয়েছিল ছত্রধর মাহাতো ও আরও ৫ জনকে । তাঁরা হলেন সাগুন মুর্মু, শম্ভু সরেন, সুখশান্তি বাস্কে, প্রসূন চট্টোপাধ্যায় এবং রাজা সরখেল।
এর মধ্যে ইউএপিএ ধারায় মামলা রুজু হয়েছিল প্রথম চারজনের বিরুদ্ধে। এঁদের বিরুদ্ধে
মূল অভিযোগ ছিল ষড়যন্ত্র, বেআইনি অস্ত্র রাখা এবং দেশদ্রোহিতার। সেই অভিযোগেই এঁরা দণ্ডিত হয়ে ছিলেন যাবজ্জীবন কারাদণ্ডে। বুধবার, কলকাতা হাই কোর্টের বিচারপতি মুমতাজ খান ও জয় সেনগুপ্তর ডিভিশন বেঞ্চ এঁদের শাস্তির মেয়াদ কমিয়ে ১০ বছর করেন। যেহেতু,এঁরা কারাবাস করছেন ২০০৯ সাল থেকে , তাই কার্যত শাস্তির মেয়াদ ১০ বছর করার অর্থ এঁরা মুক্তি পেয়ে যাবেন শীঘ্রই।
এ ছাড়া রাজা সরখেল ও প্রসূন চট্টোপাধ্যায়ের বিরুদ্ধে ষড়যন্ত্রের অভিযোগ ছিল। বিচারপতিরা আরও বলেন, কোনও বাস্তব ভিত্তি খুঁজে পাওয়া যায়নি ষড়যন্ত্রের অভিযোগ প্রমাণ করার। তাই বিচারপতিরা এঁদের বেকসুর খালাস করে দেওয়ার রায় দেন ।