রেড রোডে আয়োজিত পুজো কার্নিভাল, থাকছে বিশেষ মেট্রো পরিষেবাও

বাংলার খবর | বেস্ট কলকাতা নিউজ

বেস্ট কলকাতা নিউজ : রবিবার অর্থাৎ ৫ অক্টোবর রেড রোডে পুজো কার্নিভাল ৷ আর এই কার্নিভাল দেখার জন্য বিশেষ পরিষেবার কথা ঘোষণা করল কলকাতা মেট্রো রেল কর্তৃপক্ষ ৷ বৃহস্পতিবার দশমী হয়ে গেলেও রবিবার রেড রোডে পুজো কার্নিভালের কথা আগেই ঘোষণা করেছিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ৷ রীতি মেনে বৃহস্পতিতেই শেষ হয়েছে দুর্গাপুজোর পালা। সন্তানদের নিয়ে কৈলাশে ফিরেছেন উমা ৷ তবে রবিবার পুজো কার্নিভালের মধ্য দিয়ে এ বছরের মতো শেষ হবে বাঙালির দুর্গোৎসব। মুখ্যমন্ত্রী মমতা বন্দোপাধ্যায়ের উদ্যোগে প্রতি বছরই রেড পুজো কার্নিভাল হয় ৷ ইতিমধ্যেই যেসব পুজো কমিটি এই কার্নিভালে অংশগ্রহণ করবে,তাদের প্রস্তুতি শুরু হয়ে গিয়েছে ৷ রেড রোডে এই কার্নিভালে দেখতে বহু মানুষ ভিড় জমান। তবে কার্নিভাল দেখে বাড়ি ফেরার চিন্তা থাকবেনা দর্শনার্থীদের ৷ কারণ তাঁদের জন্য থাকছে বিশেষ মেট্রো পরিষেবা ৷ এমনটাই জানানো হয়েছে কলকাতা মেট্রো রেল কর্তৃপক্ষের তরফে ৷

তাই রবিবার ব্লু ও গ্রিন লাইনে থাকছে বিশেষ মেট্রো পরিষেবা। স্বাভাবিক মেট্রো পরিষেবা শেষ হয়ে যাওয়ার পরেও ওই ব্লু ও গ্রিন, উভয় লাইনেই থাকছে ৬ টি বিশেষ মেট্রো পরিষেবা। এই মোট সংখ্যার মধ্যে ৩ টি আপ ও ৩ টি ডাউন লাইনে পরিষেবা পাওয়া যাবে ৷ প্রতি ২০ মিনিট অন্তর মিলবে একটি মেট্রো। আরো জানা গেছে সল্টলেক সেক্টর ফাইভ থেকে হাওড়া ময়দান পর্যন্ত যাওয়ার মেট্রো পাওয়া যাবে রাত ১০.২০ মিনিটে, ১০ .৪০ মিনিটে এবং রাত ১ ১ টার সময়।হাওড়া ময়দান থেকে সল্টলেক সেক্টর ফাইভ পর্যন্ত যাওয়ার মেট্রো পাওয়া যাবে রাত ১০.২০ মিনিটে, ১০ .৪০ মিনিটে এবং ১১.৪০ মিনিটে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *