রেহাই নেই দীঘার মানুষের, এলাকাবাসী স্তম্ভিত ঢেউয়ের উচ্চতা কত হতে পারে শুনেই
বেস্ট কলকাতা নিউজ : ঘূর্ণিঝড় ইয়াস ক্রমশ এগোচ্ছে উত্তর ও উত্তর পশ্চিম দিকে। গত ৬ ঘন্টা ধরে ইয়াস এগিয়ে আসছে প্রতি ঘন্টায় ৯ কিলোমিটার বেগে । আবহাওয়া দফতরের পূর্বাভাস অনুযায়ি, ঘূর্ণিঝড় ইয়াস আরও উত্তর উত্তর পশ্চিম দিকে অগ্রসর হবে আগামী ১২ ঘন্টায় । ক্রমশ তা পরিণত হবে প্রবল ঘূর্ণিঝড়ে। ইতিমধ্যেই দীঘা, মন্দারমণি ও তাজপুর অঞ্চল জুড়ে ব্যাপক ঝড় বৃষ্টি শুরু হয়েছে ঘূর্ণিঝড় ইয়াসের প্রভাবে। সেখানে জলস্তর ক্রমশ ফুঁসে উঠছে।এদিকে দীঘার সমুদ্র উত্তাল হয়ে উঠেছে জোয়ারের জলে।
হাওয়া অফিস জানিয়েছে, মঙ্গলবার বেলা ১১ টা থেকে ১২ টার মধ্যে ভরা জোয়ার ছিলো। দীঘা সমুদ্রে ব্যাপক জলোচ্ছ্বাস দেখা দেয় এই সময়ে। যারফলে রেড অ্যালার্ট জারি করা হয়েছে সমগ্র দীঘা জুড়ে । ইতিমধ্যেই বাঁধ ছাপিয়ে জল ঢুকতে শুরু করে দিয়েছে দীঘার উপকুলবর্তী গ্রামগুলিতে । সঙ্গে ঝড়ো হাওয়া বইতে শুরু করেছে। দীঘা উপকুলের এলাকা থেকে এর মধ্যেই নিরাপদ স্থানে সরিয়ে নিয়ে যাওয়া হয়েছে ১ লক্ষ ১০ হাজার বাসিন্দাকে । জানা গিয়েছে ঘূর্ণিঝড় মোকাবিলায় সেনাবাহিনীর ৭০ টি দল আজই দীঘায় গিয়ে পৌঁছাবে বলে। অন্যদিকে, প্রবল জলোচ্ছ্বাস দেখা দিয়েছে দক্ষিণ ২৪ পরগণা জেলার সাগরে। উপকূলবর্তী এলাকায় জল উঠে গিয়েছে জলোচ্ছ্বাসের জেরে।