রোগ ছড়াচ্ছে পানীয় জলেই, প্রশাসন অভিযানে নামলো অলিগলিতে বেআইনি জলকারখানার রমরমা রুখতে

বাংলার খবর | বেস্ট কলকাতা নিউজ

বেস্ট কলকাতা নিউজ : তিনি পেশায় স্কুলশিক্ষক। অথচ তিনি বাড়িতেই কুড়ি লিটারের জারবন্দি পরিস্রুত জলের কারখানা চালাচ্ছিলেন সম্পূর্ণ বেআইনিভাবে। তাঁর বাড়ি থেকেই জারবন্দি জল মালদা শহরের বাড়ি বাড়ি পৌঁছে যাচ্ছিল নির্দিষ্ট টাকার বিনিময়ে। এমনকি এই ব্যবসা চলছিল দিনের পর দিন ধরে। কিন্তু কে যাচাই করবে সেই জলের গুণগতমান ! এদিকে খবর পেয়ে জেলা খাদ্য নিরাপত্তা দফতরের কর্তারা ছুটে আসেন। গুণগত মান যাচাইয়ের পর সমরেন্দ্রনাথ দাস নামে মালদার গান্ধী পার্ক এলাকার বাসিন্দা ওই শিক্ষকের বেআইনি জলের কারখানা সিল করে দেওয়া হয় ।

তবে শুধু মাত্র ওই শিক্ষকের বাড়িই নয় । বেআইনি কুড়ি লিটারের জারবন্দি জলের কারখানা চলছে মালদা এলাকায় এরকম আরও বেশ কয়েকটি জায়গায় । তার মধ্যে গুণগত মান যাচাইয়ের পর জেলা খাদ্য নিরাপত্তা দফতরের আধিকারিকরা বুধবারই কয়েকটি কারখানা বন্ধ করে দিয়েছেন। এই বেআইনি কাজের বিরুদ্ধে আইনত ব্যবস্থা নেওয়ার পাশাপাশি, তাঁরা নির্দিষ্ট ধারায় জরিমানাও করেছেন অভিযুক্ত জল কারখানার মালিকদের।

এই অভিযান শুরু হয়েছিল মূলত বুধবার সকাল থেকেই । সারাদিন ধরে খাদ্য দফতরের আধিকারিকরা নজরদারি চালান মালদা শহরের বিভিন্ন এলাকায়। তাঁরা আইনত ব্যবস্থা নিয়েছেন সব মিলিয়ে প্রায় সাতটি বেআইনি জলের কারখানার বিরুদ্ধে। আর তা করতে গিয়ে আধিকারিকরা রীতিমতো অবাক হয়ে গিয়েছেন মালদা শহরের অলি-গলিতে যেভাবে ব্যাঙের ছাতার মত বাড়ির মধ্যে বেআইনি জলের কারখানা গড়ে উঠেছে, তা দেখে। তাঁদের কাছে এও অভিযোগ আছে, এখনও এমন কারখানা আরও বেশ কয়েকটি চলছে মালদা শহরে। বন্ধ করে দেওয়া হবে সেই সব কারখানাও । সেই জন্য তাঁরা লাগাতার অভিযান চালাবেন বলেই জানিয়েছেন খাদ্য নিরাপত্তা দফতরের আধিকারিকরা ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *