‘লক্ষীর ভান্ডার’ করতে এসে জাল নথি পড়ছে উত্তরদিনাজপুর জেলায় ! প্রশাসন হতবাক এমনকি তদন্তে নেমে
বেস্ট কলকাতা নিউজ : চলতি মাসে ‘দুয়ারে সরকার’ শিবির শুরুতেই প্রশাসনের বিশেষ নজরে আসে উত্তরদিনাজপুর জেলার রায়গঞ্জ ও ইসলামপুর মহকুমার বিভিন্ন ব্লকের শিবিরে বয়স বাড়িয়ে লক্ষী ভান্ডারের আবেদনের বিষয়টি। প্রশাসনিক সূত্রে জানা গিয়েছে, এখন প্রতি মাসে ‘লক্ষীর ভান্ডার’ প্রকল্পে অনুদান পাচ্ছেন জেলার ৪ লক্ষ ৭৩ হাজার ৭৯৩ জন মহিলা।
২১ মে থেকে মঙ্গলবার পর্যন্ত জেলায় ‘দুয়ারে সরকার’ শিবির হয়। জেলার ৯টি ব্লকে ১৩১৬টি শিবির হয়েছে ওই দেড় সপ্তাহে । সেখানেও অনেকে আবেদন করেছেন ওই প্রকল্পে। অভিযোগ জেলা জুড়ে সেইসব শিবিরে জেলার বহু মহিলা বয়েসের প্রমা-নথির প্রতিলিপ জাল করে ‘লক্ষীর ভান্ডার’ প্রকল্পে আবেদন করেছে বলে।
প্রশাসন জানিয়েছে , কোনও চক্র ওই ঘটনার পিছনে জড়িত রয়েছে কি না, তাও খতিয়ে দেখা হচ্ছে। জেলাশাসক অরবিন্দকুমার মিনা বলেন, ঠিক কতজন মহিলা বয়সের নথি জাল করে আবেদন করেছেন ‘লক্ষীর ভান্ডার’ প্রকল্পে, তা খতিয়ে দেখা হচ্ছে। তবে সংখ্যাটা শতাধিক। প্রশাসন তাঁদের সবার আবেদন বাতিল করেছে।