লক্ষীর ভান্ডার চাইনা রাস্তা চাই, এই দাবি নিয়ে এক তুমুল বিক্ষোভ দেখালেন রাজগঞ্জের মহিলারা
জলপাইগুড়ি : তাদের লক্ষীর ভান্ডার দরকার নেই, বদলে দেওয়া হোক রাস্তা। এই দাবিতে রাজগঞ্জের রাস্তায় বসে তুমুল বিক্ষোভ দেখালেন মহিলারা। এদিন মহিলারা জানায় বছরের পর বছর ধরে রাস্তার কারণে তারা ভুগছেন, বর্ষার সময় রাস্তার যে অবস্থা হয় তা চোখে না দেখলে বিশ্বাস করা যায় না। রাজগঞ্জের মাত্র দুটি রাস্তা আছে যেখান দিয়ে চলাচল করা কোনো মতেই সম্ভব হয়। বাদবাকি রাস্তাগুলোর কথা না বললেই নয়। এদিকে এদিন তারা এই নিয়ে রাজগঞ্জের বিডিওর কাছে স্মারক লিপি জমা দেন।তারা আরও জানান যেখানে রাস্তাই ঠিক নেই সেখানে লক্ষ্মীর ভান্ডার নিয়ে তাদের কি হবে। দুরহ হয়ে ওঠে যান চলাচল, অবিলম্বে তাদের রাস্তা আগে ঠিক করতে হবে, তারপর অন্য ব্যাপারে আলোচনা করা হবে। এই রাস্তাঘাট দিয়ে যাওয়া মানে জীবনের ঝুঁকি নিয়ে যাওয়া। এদিন মহিলারা ক্ষুব্ধ হয়ে রাজগঞ্জের রাস্তা দিয়ে যান চলাচল বন্ধ করে দেন। বিডিওকে জানান অবিলম্বে যদি রাস্তা ঠিক না করা হয় এরপর তারা রাস্তায় বসে ফের অবরোধ করবেন।
