লক্ষ্মীর ভান্ডার-কন্যাশ্রীর টাকা বন্ধ হয়ে যাবে ‘DA দিলে ’, চরম বিতর্ক শাসক মন্ত্রীর মন্তব্যে
বেস্ট কলকাতা নিউজ : ক্রমশ আন্দোলন চলছে বকেয়া ডিএ-এর দাবিতে। কিন্তু সেই ডিএ দিতে গেলে নাকি সাধারণ মানুষকে বঞ্চিত হতে হবে লক্ষ্মীর ভান্ডার আর স্বাস্থ্য সাথীর পরিষেবা থেকে । অন্তত তেমনটাই দাবি করলেন রাজ্যের কৃষিমন্ত্রী শোভনদেব চট্টোপাধ্যায়। খড়দহ পাতুলিয়া পঞ্চায়েত এলাকায় দিদির সুরক্ষাকবচ অনুষ্ঠানে আসেন তিনি । সেখানে শোভনদেব বলেন, “কেন্দ্রের হয়তো কিছু টাকা বেড়েছে। কিন্তু আমারটা না বাড়লে আমার খাওয়া বন্ধ হয়ে যাবে না। কিন্তু লক্ষ্মীর ভান্ডার, কন্যাশ্রীর টাকা বন্ধ হয়ে যেতে পারে এই ডিএ-টা দিতে গেলে,। স্বাস্থ্য সাথী কার্ডের টাকা বন্ধ হয়ে যাবে।” তিনি আরও বলেন, “আপনারাই বিচার করে দেখুন, তাহলে মমতা বন্দ্যোপাধ্যায় গরিবের জন্য ভাববে না কেবল সরকারি কর্মীদের জন্য ভাববে” যদিও এই বিষয়টা নিয়ে সংগ্রামী যৌথ মঞ্চের বক্তব্য, “তাহলে বোঝাই গেল, সরকারি কর্মীদের টাকায় সরকারি প্রকল্প হচ্ছে। তাহলে এই বিষয়টা প্রকাশ্যে এসে বলে দেওয়াই ভাল।”
একদিকে যখন ডিএ-এর দাবিতে সরকারি কর্মীরাই আন্দোলন চালিয়ে যাচ্ছেন, তখন অন্যদিকে চাকরিতে নিয়োগের দুর্নীতির নিত্য নতুন অভিযোগে বিদ্ধ হতে হয়েছে তৃণমূলকে। গ্রেফতার হয়েছে শাসকদলের একাধিক নেতা-মন্ত্রী-বিধায়করা। কিন্তু দলের সবাই ‘চোর’ নয়, এখন তৃণমূল নেতৃত্ব সেই বার্তা দিতে চাইছেন । খড়দার পাতুলিয়ায় দলের একটি অনুষ্ঠানে তিনি বলেন,” কিছু সিপিএমের লোক চোর চোর চোর বলে চলে যাচ্ছে আমার গাড়ির পাশে। আমাকে যেদিন কেউ চোর প্রমাণ করতে পারবে, সেদিন সবার আগে আমায় বলতে হবে না, আমি দল ছেড়ে দেব।”