লাগাতার বৃষ্টিতে পাহাড়ে ধস, মৃত্যু হল এক যুবক এবং এক কিশোরীর

বাংলার খবর | বেস্ট কলকাতা নিউজ

নিজস্ব সংবাদদাতা : লাগাতার বৃষ্টিতে ধস নামলো পাহাড়ে পাথর চাপা পড়ে মৃত্যু হল এক যুবক এবং এক কিশোরীর। জানা গেছে এই মর্মান্তিক ঘটনাটি ঘটেছে দার্জিলিঙে, আরো জানা গেছে ওই যুবক তখন পাহাড়ে কাজ করছিলেন, হঠাৎ করে উপর থেকে বিশাল পাথর এসে পড়ে তার গায়ের উপরে। তখনই মৃত্যু হয় ওই যুবক এবং কিশোরীর। একই সাথে আঘাত করে ওই দুজনকে। দুজনকে স্থানীয় একটি হাসপাতালে নিয়ে যাওয়া হলে ডাক্তারেরা তাদের মৃত বলে ঘোষণা করেন। পাথরের চাই পড়ে মৃত্যু হবার ঘটনা পাহাড়ে হামেশাই ঘটছে। দুর্যোগপূর্ণ আবহাওয়ার কারণে ধস নামছে আর ধসের কারণেই ঘটে চলেছে একের পর এক দুর্ঘটনা।

এদিকে দার্জিলিং, সিকিম এবং মিরিকেও ধসের ফলে ভয়াবহ দুর্ঘটনা ঘটছে। পাথরের চাই পড়ে আহত হওয়ার ঘটনাও পাহাড়ে প্রচুর। এর আগে পর্যটক বোঝাই একটি চার চাকার গাড়ির সামনে এসে পড়ে এক বিশাল পাথরের চাই । সৌভাগ্যবশত ড্রাইভার গাড়ি থামিয়ে দেওয়ার কারণে সে যাত্রায় বেঁচে যান সকলে। ধসের কারনে পর্যটকদের পাহাড়যাত্রা অনেকটাই স্থিমিত করে দিতে চাইছে প্রশাসন। পাথরের চাপা পড়ার ঘটনা এর আগেও অনেকগুলো ঘটে গেছে।

তাই এদিনের এই ঘটনার পরে আগেভাগেই ব্যবস্থা নিতে চলেছে স্থানীয় প্রশাসন।এমনকি দার্জিলিংয়ের ওই এলাকায় এমন ঘটনা ঘটে যাওয়ার পরে এদিন বন্ধ করে দেওয়া হয় যান চলাচল। পাহাড়ের রাস্তা একেবারেই উপযুক্ত নয় এই সময়ে পর্যটকদের পাহাড়ে আসার জন্য, তাই স্থানীয়রা দাবি করছেন রাত্রেবেলা পাহাড়ে আসা আপাতত বন্ধ করে দেওয়া হোক পর্যটকদের জন্য।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *