লায়ন্স ক্লাব অফ শিলিগুড়ি ফুটহিলস আয়োজিত ‘স্ম্যাশ ইট ফরওয়ার্ড’ ব্যাডমিন্টন টুর্নামেন্ট ২০২৫-এর শুভ উদ্বোধন করলেন ডেপুটি মেয়র রঞ্জন সরকার
শিলিগুড়ি : শুভ উদ্বোধন হলো লায়ন্স ক্লাব অফ শিলিগুড়ি ফুটহিলস আয়োজিত ‘স্ম্যাশ ইট ফরওয়ার্ড’ ব্যাডমিন্টন টুর্নামেন্ট ২০২৫-এর। এদিন এই ব্যাডমিন্টন প্রতিযোগিতার উদ্বোধন করলেন ডেপুটি মেয়র রঞ্জন সরকার। এদিন তিনি জানান শীতকালে ব্যাডমিন্টন প্রচন্ড জনপ্রিয়। বহু জায়গায় খেলা হয় এবং অঞ্চলে জনপ্রিয় খেলা খুব কম আছে। শিলিগুড়ি শহর জুড়ে শীতকালে ব্যাডমিন্টন খেলেন প্রচুর মানুষ। আমি সমস্ত খেলোয়ারদের শুভেচ্ছা এবং শুভকামনা জানাচ্ছি যারা এখানে প্রতিযোগিতায় অংশ নিতে এসেছেন। এবং আমি দর্শকদের আহ্বান করব আপনারাও আসুন প্রতিযোগিতায় অংশ নিতে এবং প্রতিবছর এসে এই প্রতিযোগিতাকে জনপ্রিয় করে তুলতে।


