এক এলাহি আয়োজন অভিষেকের জনসংযোগ যাত্রায় , এমনকি রয়েছে বিলাসবহুল ক্যারাভান থেকে বিরাট বিরাট তাঁবু !

বাংলার খবর | বেস্ট কলকাতা নিউজ

বেস্ট কলকাতা নিউজ : আজ, মঙ্গলবার কোচবিহারের দিনহাটা থেকে শুরু হচ্ছে তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়ের ‘জনসংযোগ যাত্রা’। গতকাল,সোমবার কোচবিহারের বিখ্যাত মদনমোহন মন্দিরে পুজো দিয়েছেন অভিষেক। এমনকি সেখানে ভিড় উপচে পড়ে তাঁকে দেখার জন্য। এদিকে তৃণমূলও রয়েছে জনসংযোগ যাত্রায় ব্যাপক জনসমাগমের আশায়। এমনকি জোরদার করা হয়েছে নিরাপত্তাও ।

অভিষেকের ‘তৃণমূলের নবজোয়ার’ কর্মসূচি ঘিরে রাজকীয় আয়োজন করেছে তৃণমূল। একনজরে দেখে নেওয়া যাক সেই আয়োজনের খুঁটিনাটি।

আলিপুরদুয়ার-কোচবিহার মিলিয়ে টাঙানো হয়েছে ২৯২টি তাঁবু
এক একটি তাঁবুর প্রতি রাতের ভাড়া ২৫ হাজার টাকা
শুধু দুই জেলাতে তাঁবুর ভাড়া বাবদ তৃণমূলের খরচ হচ্ছে ৭৩ লাখ টাকা
তাঁবু খাটানোর বরাত পেয়েছে উত্তরবঙ্গের বাইরের ঠিকাদাররা
স্টিলের ফেনসিং দিয়ে ঘেরা হয়েছে মাঠ
থাকছে সিসি ক্যামেরার নজরদারি
তাঁবুতে অ্যালয় স্টিলের খাটের পাশাপাশি থাকবে চেয়ার ও স্ট্যান্ড ফ্যান
ব্যবস্থা থাকবে এসি ও কুলারের
আনা হয়েছে অভিষেকের থাকার জন্য বিলাসবহুল ক্যারাভান

প্রসঙ্গত, আজ মঙ্গলবার থেকে সূচনা হচ্ছে ‘তৃণমূলে নব জোয়ার’ কর্মসূচির । টানা দু’মাস তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক থাকবেন বাড়ির বাইরে । এই কর্মসূচিতে মূলত তৃণমূলের সেকেন্ড-ইন-কম্যান্ড জনসংযোগ করবেন বাংলার উত্তর থেকে দক্ষিণ। সেই সঙ্গে পঞ্চায়েত ভোটের জন্য এলাকার মানুষদের সঙ্গে কথা বলে, অভিষেক শুনবেন তাঁদের অভাব-অভিযোগও।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *