লোকাল ট্রেনেও চলছে জোর তল্লাশি, খুঁটিয়ে দেখা হল এমনকি রেলের ট্র্যাক
বেস্ট কলকাতা নিউজ : যুদ্ধের আবহে শুরু তল্লাশি অভিযান। এক্সপ্রেস ট্রেনের পাশাপাশি লোকাল ট্রেনে, স্টেশনে ও রেল ট্র্যাকেও কড়া নজরদারি চালাচ্ছে রেল সুরক্ষা বাহিনী। ভারত-পাকিস্তান যুদ্ধ পরিস্থিতির আবহে রেলের সুরক্ষা নিশ্চিত করতে তৎপর আরপিএফ। গভীর রাতে সীমান্তের বিস্তীর্ণ অংশ জুড়ে হামলা চালিয়েছে পাকিস্তান। নিশানা করা হয়েছে একের পর এক সেনাঘাঁটিতে। আর তার পরেই রাজ্যের বিভিন্ন স্টেশনে দেখা গেল সেই জোর তল্লাশি।

বর্ধমান হাওড়া মেইন ও কর্ড শাখার একাধিক স্টেশনে আরপিএফ চেকিং করে। স্টেশনের প্লাটফর্ম ও ট্রেনের পাশাপাশি রেলের ট্র্যাকেও রীতিমতো কড়া তল্লাশি চালানো হয় রেল সুরক্ষা বাহিনীর পক্ষ থেকে। হাওড়া-বর্ধমান মেইন শাখার মেমারি স্টেশনের পাশাপাশি শক্তিগড় স্টেশনেও নজরদারি চালানো হয়। বর্ধমান স্টেশনের আরপিএফ ইন্সপেক্টর রূপেশ কুমার জানান, শুধুমাত্র আরপিএফ বা জিআরপি নয়, রেলের সুরক্ষার জন্য রেলের হকার, স্টেশনের চুক্তি ভিত্তিক কর্মী থেকে শুরু করে সকলকেই রেলের পক্ষ থেকে সজাগ করা হয়েছে। কোনও সন্দেহজনক বস্তু ব্যক্তির হদিশ পেলে তা যেন তারা দ্রুত রেল পুলিশকে জানায়, এমনই নির্দেশিকা দেওয়া হয়েছে।