লক্ষাধিক টাকার লোহার সরঞ্জাম চুরি হল KMC-র সেন্ট্রাল স্টোর থেকে

বাংলার খবর | বেস্ট কলকাতা নিউজ

বেস্ট কলকাতা নিউজ : চুরি হল লক্ষাধিক টাকার বাতিল যাওয়া লোহার সরকারি সরঞ্জাম৷ বাতিল যাওয়া লোহার সরকারি সরঞ্জাম চুরি যাওয়ার অভিযোগ উঠল কলকাতা পৌরনিগমের মৌলালি সেন্ট্রাল স্টোর থেকে৷ এই অভিযোগ করা হয় কলকাতা পৌরনিগমের ইঞ্জিনিয়ার ফোরাম কর্মী সংগঠনের পক্ষ থেকে৷ বুধবার অভিযোগ দায়ের করা হয়েছে এন্টালি থানায়৷পুলিশ তদন্ত শুরু করেছে অভিযোগের ভিত্তিতে৷ ইতিমধ্যেই পুলিশি হেপাজতে নেওয়া হয়েছে সন্দেহভাজন এক যুবককে৷ পুলিশ তাকে জিজ্ঞাসাবাদ শুরু করেছে৷

পৌরসভা ইঞ্জিনিয়ার ফোরাম ইউনিয়নের সভাপতি পার্থ গুপ্ত বলেন, “১৯ টন লোহার বাতিল যাওয়া সরঞ্জাম চুরি গেছে সেন্ট্রাল স্টোর থেকে”৷ ১৫ লাখ টাকার অধিক যার আনুমানিক বাজারমূল্য৷ বাতিল যাওয়া সরঞ্জাম হলেও তা সরকারি সম্পত্তি ৷” তাঁর আরও অভিযোগ, এ বিষয়ে সম্পূর্ণ উদাসীনকলকাতা পৌরনিগম কর্তৃপক্ষ৷ প্রয়োজনীয় ব্যবস্থা নেয়নি৷ বুধবার কলকাতা পৌরনিগমের কমিশনের কাছে একটি ডেপুটেশন জমা দেওয়া হয় ফোরাম কর্মী সংগঠনের তরফ থেকে৷ আবেদন জানান হয় প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ারও৷

কলকাতা পৌরনিগমের প্রশাসন সদস্য ও বিভাগীয় প্রধান তারক সিং বলেন, “চুরির ঘটনাটি সম্প্রতি নয় ৷চুরি হয়েছে এমনকি আমফানের সময়ও৷ চুরি যাওয়া সরঞ্জামের বাজার মূল্য কত হতে পারে তা বলা সম্ভব নয় ৷ খতিয়ে দেখতে হবে সরঞ্জামগুলির উদ্ধার সম্পর্কে ৷”

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *