লোকাল ট্রেন লাইনচ্যুত হল রেল লাইনের বাফার(গার্ড) ভেঙে গিয়ে
বেস্ট কলকাতা নিউজ : লোকাল ট্রেন লাইনচ্যুত হল রেল লাইনের বাফার(গার্ড) ভেঙে । কিন্তু লাইন চ্যুত হলেও রক্ষা পেল বড়সড় দুর্ঘটনার হাত থেকে। বুধবার গভীর রাতে ঘটনাটি ঘটেছে শিয়ালদহ দক্ষিণ শাখার ক্যানিং ষ্টেশনে।ঘটনার খবর পেয়ে টেকিক্যাল ইঞ্জিনিয়ারের নির্দেশ তড়িঘড়ি মেরামতির কাজে হাত লাগায় রেল কর্মীরা। লাইনের উপর ট্রেন বসানো হয় এবং ট্রেনের ধাক্কায় ভেঙে পড়া বাফার টি সোজা করা হয় দীর্ঘ প্রায় সাত ঘন্টার চেষ্টার পর। স্থানীয় সুত্রে জানা গেছে তিন টি লোকাল ট্রেন শিয়ালদহ দক্ষিণ শাখার ক্যানিং ষ্টেশনে থাকে প্রতিদিন রাতে। যাতে করে ভোর থেকে সাধারণ যাত্রীরা যেতে পারে কলকাতার উদ্দেশ্যে।
বুধবার তখন গভীর রাত। ঘড়ির কাঁটা তখন প্রায় ১২ টার ঘরে।সেই সময় ক্যানিং ষ্টেশনের একটি ট্রেন সাইডিং করে চালক নিয়ে যাচ্ছিলেন তিন নম্বর লাইনে। কোন এক অঞ্জাত কারণ বশতঃ ট্রেনটি বাফার গিয়ে ধাক্কা মারে সজোরে গিয়ে ।যার জেরে বিকট শব্দ হয়। দৌড়ে আসেন রেলপুলিশ রেলের অন্যান্য কর্মীরা। ট্রেন টি তখন আটকে যায় বাফারের উপর গিয়ে ।ঘটনার খবর পেয়ে তড়িঘড়ি রেলের একাধিক কর্মী ও ইঞ্জিনিয়াররা ঘটনাস্থলে হাজির হয় মেরামতির জন্য। দুর্ঘটনাগ্রস্থ ট্রেনটি বাফার থেকে নামানো হয়। সেই সময় লাইনচ্যুত হয়ে পড়ে ট্রেনের দুটি চাকা। মেরামতি হয় দীর্ঘ প্রায় সাত ঘন্টার চেষ্টায়।যদিও এই ঘটনার জেরে বৃহষ্পতিবার সকাল থেকে ট্রেন চলাচল কোনো ভাবে বিঘ্নিত হয়নি শিয়ালদহ ক্যানিং শাখায়।