” সার্জিক্যাল স্ট্রাইক যুক্তরাষ্ট্রীয় কাঠামোর উপর”, কেন্দ্রের বিল নিয়ে কেজরির পাশে দাঁড়ালেন মমতা

বাংলার খবর | বেস্ট কলকাতা নিউজ

বেস্ট কলকাতা নিউজ : ভোটের মুখে রাজ্যে মনোনিবেশ করলেও মুখ্যমন্ত্রী মমতা বন্দোপাধ্যায় বেশ চিন্তাশীল জাতীয় রাজনীতি নিয়েও৷ সংসদে দিল্লি নিয়ে একটি বিল পেশ করাকে ঘিরে কেন্দ্রের নরেন্দ্র মোদি সরকারের বিরুদ্ধে তিনি তীব্র ক্ষোভ প্রকাশ করেছেন৷দিল্লির মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়ালকে এই বিষয় চিঠি দিয়ে তৃণমূল নেত্রী আশ্বাস দিয়েছেন তাঁর পাশে থাকারও৷ তাঁর কথায়, ভারতের যুক্তরাষ্ট্রীয় পরিকাঠামোর উপর সার্জিক্যাল স্ট্রাইকের সামিল লেফটেন্যান্ট গভর্নরের ক্ষমতা বাড়াতে বিল আনার পদক্ষেপ৷ এই নিয়ে মমতা একজোট হওয়ারও ডাক দিয়েছেন অবিজেপি মুখ্যমন্ত্রী ও রাজনৈতিক দলগুলিকেও৷

প্রসঙ্গত ,গত সোমবার লোকসভায় কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রকের রাষ্ট্রমন্ত্রী জি কিষান রেড্ডি পেশ করেন ন্যাশনাল ক্যাপিটাল টেরিটোরি অফ দিল্লি (অ্যামেন্ডমেন্ট) বিল, ২০২১ ৷ ওই বিলে বলা হয়েছে, বিধানসভায় তৈরি হওয়া কোনও আইনের ক্ষেত্রে সরকার মানে সেখানে লেফটেন্যান্ট গভর্নরকেও বোঝাবে৷ এই বিলে বাধ্যতামূলক করার প্রস্তাব রয়েছে দিল্লি সরকার কোনও প্রশাসনিক পদক্ষেপ করার আগে এলজি-র অনুমতি নেওয়াটাও৷

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *